১১ জনের মধ্যে ৬ জনই শূন্য, ১০৩ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস! কত করলেন অধিনায়ক সাকিব?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন পরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। তিনি স্কোয়াডে ফেরায় মমিনুল হকের কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে অভিজ্ঞ অলরাউন্ডারের হাতে তুলে দেওয়া হয়েছে। আশা ছিল সাকিবের হাত ধরে বিদেশের মাটিতে নিউজিল্যান্ড সফরের পারফরম্যান্সকেও ছাপিয়ে যাবে বেঙ্গল টাইগার্সরা। কিন্তু সেই আশায় জল পড়তে বেশি সময় লাগলো না।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগার মাটিতে প্রথমে ব্যাট করতে নেমে নাকানি-চোবানি খেলো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। টাইগার্সদের ভিজে বেড়ালে পরিণত করতে মাত্র ৩২ ওভার। মাত্র ১০৩ রানেই প্রথম ইনিংসে শেষ হলো বাংলাদেশের। প্রথম দিনের শেষে জন ক্যাম্পবেল এবং রিমন লিভারকে খোয়াতে হলেও বোর্ডে ৯৫ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রান করে অপরাজিত রয়েছেন ওপেনের ক্রিগ ব্রেটওয়েট। ১২ রান করে তার সাথে রয়েছেন নেক্রোমা বোনার।

বাংলাদেশের হয়ে একমাত্র আশার আলো ছিলেন সাকিব নিজে। মমিনুল, লিটন, শান্ত সকলে যেখানে ব্যর্থ সেখানে ৬৭ বলে ৫১ রানের একটি প্রশংসনীয় ইনিংস খেলেন বাংলাদেশে অধিনায়ক। তিনি ছাড়া তামিম ইকবাল ইনিংস ওপেন করতে নেবে ২৯ রান করেছিলেন। উইকেট-রক্ষক লিটন দাস সাকিবের সাথে পার্টনারশিপ করে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ৩৩ বল খেলে মাত্র ১২ রানে আউট হন। সাকিব, তামিম এবং লিটন বাদ দিয়ে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মোট ৬ জন বাংলাদেশী ব্যাটসম্যান শূন্য রানে আউট হন

বল হাতে ২টি করে উইকেট নেন কিমার রোচ এবং কাইল মেয়ার্স। ১০ ওভারে ২টি মেডেন সহ ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন জেইডেন সিলেস। এছাড়া নিজের ৮ ওভারে ২টি মেডেন সহ ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আলঝারী জোসেফ।


Reetabrata Deb

সম্পর্কিত খবর