বাংলাহান্ট ডেস্ক: প্রায় দু বছর ধরে চলার পর অবশেষে বিদায় নিচ্ছে ‘যমুনা ঢাকি’ (Jomuna Dhaki)। জি বাংলার সবথেকে পুরনো সিরিয়ালগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম ছিল এই সিরিয়াল। প্রথম দিকে ব্যাপক টিআরপি উঠলেও শেষের দিকে একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিল যমুনা। ভাল টিআরপি তো দূরস্ত, একঘেয়ে চিত্রনাট্য আর বিরক্তিকর অভিনয় দেখে দেখে সিরিয়ালটি বন্ধের দাবিতে সোচ্চার হয়েছিল দর্শকরা।
কিন্তু ক্ষোভ প্রকাশই সার, যমুনা ঢাকি শেষ হওয়ার নামই নিচ্ছিল না। অবশেষে দর্শকদের দাবি শুনল চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হয়ে গিয়েছে সিরিয়ালের শেষ পর্বের শুটিং। উইকিপিডিয়া বলছে, আগামী ১ লা জুলাই সম্প্রচারিত হবে যমুনা ঢাকির শেষ পর্ব।
এদিকে একটি সিরিয়াল বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন সিরিয়ালের ঘোষনাও হয়ে গিয়েছে। ভিন্ন স্বাদের গল্প নিয়ে জি বাংলায় আসছে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। তবে এখানে একটা টুইস্ট রয়েছে। অনেকেই ভেবেছিলেন, যমুনা ঢাকি শেষ হলে ওই টাইম স্লট অর্থাৎ সাড়ে ১০টা থেকে ১১টাতেই দেখানো হবে নতুন সিরিয়ালটি।
কিন্তু সাম্প্রতিক ঘোষনা বলছে অন্য কথা। রাত সাড়ে দশটার বদলে বোধিসত্ত্বর বোধবুদ্ধি সম্প্রচারিত হবে রাত দশটায়। অথচ সেখানে এখন সম্প্রচারিত হচ্ছে জি এর নতুন সিরিয়াল ‘উড়ন তুবড়ি’। কম টিআরপির জেরে সন্ধ্যা ছটার বদলে রাত দশটায় পাঠানো হয়েছিল তুবড়িকে।
এখন বোধিসত্ত্ব আসায় এটা স্পষ্ট যে আবারো স্লট বদলাতে চলেছে উড়ন তুবড়ির। মাত্র কিছুদিনের ব্যবধানে পরপর দু বার টাইম স্লট বদলানোয় ক্ষুব্ধ অনুরাগীরা। টিআরপি কম থাকলেও রাত দশটায় স্লট লিডার হচ্ছিল উড়ন তুবড়ি। তা সত্ত্বেও এই বদলে বেশ হতাশ দর্শকরা। যদিও নতুন কোন সময়ে উড়ন তুবড়ি সম্প্রচারিত হবে তা এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, সেই ২০২০ তে শুরু হয়েছিল যমুনা ঢাকির পথচলা। প্রায় দু বছরের সফর পূর্ণ করে শেষ হতে চলেছে এই সিরিয়াল। শেষ শুটিংয়ের দিন সেটে সবাই আবেগঘন হয়ে পড়েছিলেন। আগামীতে বড়পর্দায় দেবের বিপরীতে দেখা যেতে চলেছে যমুনা ওরফে শ্বেতা ভট্টাচার্যকে।