সোনাক্ষী সিনহা বুড়ি, নায়িকা হওয়ার যোগ‍্য নন, একসঙ্গে অভিনয় করতে অস্বীকার করেছিলেন রণবীর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনের ‘ক‍্যাসানোভা’ রণবীর কাপুর (Ranbir Kapoor)। তাঁর মিষ্টি মুখ আর ততোধিক মিষ্টি মিষ্টি কথা শুনে কত যে অভিনেত্রী প্রেমে পড়েছেন। সবার সঙ্গেই কয়েক বছর প্রেম প্রেম খেলে ছেড়ে দিয়েছেন ঋষি পুত্র। পর্দাতেও বরাবর চকোলেট বয় ইমেজ ধরে রেখেছেন তিনি। এমনকি এর জন‍্য সোনাক্ষী সিনহাকেও (Sonakshi Sinha) অপমান করেছিলেন রণবীর।

সঞ্জয় লীলা বনশালির ‘সাওয়ারিয়া’ ছবির হাত ধরে অভিনয় শুরু করেছিলেন রণবীর। অচিরেই বলিউডের প্রথম সারির অভিনেতা হয়ে ওঠেন তিনি। দীপিকা পাডুকোন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা থেকে ক‍্যাটরিনা কাইফ, এমনকি ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গেও অভিনয় করেছেন রণবীর।


শুধু সোনাক্ষীর বেলাতেই বেঁকে বসেছিলেন তিনি। বলিউডি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ২০১২ সাল নাগাদ একটি রোম‍্যান্টিক কমেডি ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছিল রণবীরের কাছে। বিপরীতে থাকার কথা ছিল সোনাক্ষীর। চিত্রনাট‍্য নাকি খুব পছন্দ হয়েছিল অভিনেতার। কিন্তু সোনাক্ষি নায়িকা শুনেই নাক সিঁটকেছিলেন তিনি।

রণবীরের দাবি ছিল, সোনাক্ষীকে নাকি তাঁর থেকে অনেক বেশি বয়স্ক লাগে। তাঁর নায়িকা হিসাবে সোনাকে মানাবেই না। তাই সোনাক্ষীকে বাদ দিয়ে অন‍্য কোনো অভিনেত্রীকে নেওয়ার কথাও নাকি বলেছিলেন রণবীর। কিন্তু প্রযোজকরা কেউই রাজি না হওয়াতে শেষমেষ রণবীর নিজেই বেরিয়ে যান ছবিটি থেকে। শোনা যায়, অভিনেতার এমন মন্তব‍্য শুনে সোনাক্ষীও নাকি আঘাত পেয়েছিলেন।


দুজনকে একসঙ্গে কোনো ছবিতেই দেখা যায়নি তারপরে। রণবীরকে আগামীতে ব্রহ্মাস্ত্র ছবিতে দেখা যাবে। এই প্রথম স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করবেন তিনি। এছাড়াও শ্রদ্ধা কাপুরের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে তাঁকে। ঝুলিতে রয়েছে রশ্মিকা মন্দানার বিপরীতে অ্যানিমালও।

অন‍্যদিকে সোনাক্ষী আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছেন ছবির পরিমাণ। শেষবার ভূজ: দ‍্য প্রাইড অফ ইন্ডিয়া ছবিতে অভিনয় করেছিলেন তিনি। আপাতত নিজের নতুন ব‍্যবসায় মনোনিবেশ করেছেন শত্রুঘ্ন সিনহার কন‍্যে।

X