বাংলাহান্ট ডেস্ক: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাক্ষাৎ। বুধবার দুপুরে হঠাৎই বড় চমক দিলেন ‘ইন্ডাস্ট্রি’। নবান্নে গিয়ে সটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি। সেটা আদৌ সৌজন্য সাক্ষাৎ নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ তা এখনো স্পষ্ট নয়।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায় অভিনীত ‘আয় খুকু আয়’। ছবির সাফল্য উপভোগ করতে এবং মুক্তি পরবর্তী প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা। হঠাৎ করে তাঁর নবান্ন যাওয়ার দরকার কেন পড়ল তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
উল্লেখ্য, মে মাসের শুরুর দিকেও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়েছিলেন প্রসেনজিৎ। সেদিন বেশ কিছুক্ষণ ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে ছিলেন প্রসেনজিৎ। তিনি বেরিয়ে যাওয়ার পরেই সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন মেয়র।
তবে তিনি স্পষ্ট জানান, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রসেনজিৎ তাঁর দীর্ঘদিনের বন্ধু। দু মাস ধরে মুম্বই তে ছিলেন তিনি। তাই শহরে ফিরেই দেখা করতে এসেছিলেন। এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেই জানিয়েছিলেন ফিরহাদ।
এক বছর আগে রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছিল তারকাদের। তবে একে একে যেমন যোগ দিয়েছিলেন, তেমনি একে একে বেরিয়েও গিয়েছেন কয়েক মাস পরেই। প্রসেনজিতেরও রাজনীতিতে যোগদান নিয়ে একাধিক বার গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু কোনোবারেই শিলমোহর পড়েনি তাতে।
এখন হঠাৎ করেই ঘন ঘন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে প্রসেনজিতের সাক্ষাৎ নতুন করে জল্পনার আগুনে ঘি দিয়েছে। নেহাতই কি সৌজন্য সাক্ষাৎকারের জন্যই মেয়র এবং তৃণমূল সুপ্রিমোর সঙ্গে মোলাকাত ‘ইন্ডাস্ট্রি’র নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? এখনো বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি প্রসেনজিৎ।