হিমালয়ের পুরু বরফে ঢাকা নগ্ন শরীর, হাড় জমিয়ে দেওয়া ঠাণ্ডায় শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করার অভ‍্যাস করছেন বিদ‍্যুৎ!

বাংলাহান্ট ডেস্ক: চলতা ফিরতা মেশিনগান অভিনেতা বিদ‍্যুৎ জাম্বাল (Vidyut Jammwal)। সুঠাম শরীর, তীক্ষ্ণ দৃষ্টি আর অ্যাকশনের বিষয়ে পারদর্শিতা ইন্ডাস্ট্রিতে বিশেষ জায়গা দিয়েছে তাঁকে। মার্শাল আর্টে দক্ষ বিদ‍্যুৎ সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। সেখানেই শরীরচর্চার অভূত সব ভিডিও শেয়ার করেন তিনি।

সম্প্রতি বিদ‍্যুতের এমন একটি ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। হিমালয় অঞ্চলে খালি গায়ে বরফের চাদর ঢেকে শুয়ে বিদ‍্যুৎ। শীত এড়ানোর জন‍্য মোটা জ‍্যাকেটে সর্বাঙ্গ মুড়েই এসেছিলেন তিনি। কিন্তু তারপরেই শুধুমাত্র একটি প‍্যান্ট পরে খালি গায়ে পুরু বরফের মধ‍্যে ঢুকে বসতে দেখা যাচ্ছে তাঁকে।

IMG 20220629 164733
বরফের মধ‍্যে থেকেই বিভিন্ন যোগাভ‍্যাস করেছেন বিদ‍্যুৎ। তিনি জানান, প্রবল ঠাণ্ডার মধ‍্যে থেকে শ্বাসপ্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনার ক্রিয়া অভ‍্যাস করছেন তিনি। কালারিপায়াত্তু বলে, প্রত‍্যেকের মধ‍্যেই একজন যোগী বাস করে। প্রত‍্যেক মার্শাল আর্টিস্ট এভাবেই শারীরিক সক্ষমতার বিভিন্ন ধাপ পার করে।

IMG 20220629 164935
এভাবেই বরফের মধ‍্যে টানা তিন ঘন্টা ধরে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার অভ‍্যাস চালিয়ে গিয়েছেন বিদ‍্যুৎ। তার একটা ছোট্ট ঝলক সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সম্পূর্ণ ভিডিওটি খুব শীঘ্রই তাঁর ইউটিউব চ‍্যানেলে আসবে বলেও জানিয়েছেন বিদ‍্যুৎ।

https://www.instagram.com/tv/CfTuvYdjguy/?igshid=YmMyMTA2M2Y=

মাত্র তিন বছর বয়স থেকেই কেরলের মার্শাল আর্ট কালারিপায়াত্তু শেখা শুরু করেন বিদ‍্যুৎ। জানা যায়, অভিনয় জগতে পা রাখার আগে সারা পৃথিবীর ২৫টি দেশে ঘুরে ঘুরে কালারিপায়াত্তুর লাইভ শো করেছিলেন তিনি। বিশ্বের সেরা ছয় মার্শাল আর্ট তারকাদের মধ‍্যে একজন বিদ‍্যুৎ।

শুধু তাই নয়, এর আগে মার্কিন মুলুকের প্রখ‍্যাত মার্শাল আর্ট প্ল‍্যাটফ‍র্ম লুপারের তরফে বিশ্বের সেরা মার্শাল আর্টিস্টদের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। ভারতের হয়ে সেই তালিকায় নিজের জায়গা কায়েম করেছিলেন অভিনেতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর