বাংলাহান্ট ডেস্ক : দর্জি কানহাইয়া লালকে গলা কেটে নৃশংস ভাবে হত্যার (Udaipur Tailor Killing) ঘটনায় অগ্নিগর্ভ রাজস্থানের উদয়পুর। গোটা শহরে জারি হয়েছে কার্ফু। গোটা ঘটনা নিয়ে সতর্ক প্রশাসন। এর মধ্যেই বৃহস্পতিবার হিন্দুদের মৌন মিছিলকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হলো উদয়পুরে।
জানা যাচ্ছে, এদিন একাধিক হিন্দুত্ববাদী সংগঠন উদয়পুরে কানহাইয়ালালের হত্যার প্রতিবাদে মৌন মিছিল বের করে। প্রায় হাজার খানেক মানুষ সেই মিছিলে অংশ নেয়। কিন্তু মুহূর্তে ভেঙে যায় সেই মৌনতা। শুরু হয় মিছিল লক্ষ্য করে ইঁট বৃষ্টি। প্রায় সঙ্গে সঙ্গেই বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
উদয়পুর পুলিশ জানাচ্ছে, উত্তেজনা তৈরি হয়েছিল যথেষ্ট। তবে দ্রূত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যেখানে গোটা শহরে কার্ফু জারি করা হয়েছে, সেখানে প্রশাসন এই মিছিল শুরু করার অনুমতি দিল কী ভাবে? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে বিভিন্ন মহল থেকেই।
এদিন কানহাইয়ালালের বাড়ি যান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। রাজস্থান সরকার কানহাইয়ালালের পরিবারের জন্য ৫১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়। গত মঙ্গলবার পেশায় দর্জি কানহাইয়া লালকে নৃশংস ভাবে খুন করা হয়। এই ভিডিও ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে হত্যাকাণ্ডের সঙ্গে পাকিস্তান ও আইএসআইএস যোগ। যে ভাবে কুপিয়ে হত্যা করার পর ওই দর্জির গলা কাটা হয় তাতে যে নৃশংতা ছিল তা দেখে আইসিস যোগের কথায় মনে হয়েছে অনেক মহলের