ভারত টেস্ট ক্রিকেটের চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেয়, মত প্রাক্তন ইংল্যান্ড তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সকলেই জানেন যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ হলো আইপিএল। কোনো এক অজ্ঞাত কারণে সবসময়ই ইংল্যান্ডের প্রাক্তন তারকারা আইপিএলের সমালোচনা করে থাকেন। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে গতবার অস্ট্রেলিয়ার মাঠে ইংল্যান্ডের ৪-০ ফলে হারের পর ডেভিড গাওয়ার এর বক্তব্য। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক সেই সময়ে আইপিএলকে তাই করেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটের খারাপ অবস্থার জন্য। এবার এক প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচের আগে আবার আইপিএলকে কাঠগড়ায় তুললেন।

প্রাক্তন ইংরেজি তারকা পল নিউম্যান সম্প্রতি বলেছেন “আইপিএলের কারণে ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে নারাজ থাকেন। গতবছর টেস্ট ম্যাচটা আয়োজন করার কথা ছিল কিন্তু করোনার মধ্যে তারা আইপিএলের জন্য ঝুঁকি নিতে পারে কিন্তু টেস্ট ক্রিকেট আটকে রাখে। এটা একেবারেই নৈতিক কাজ নয় কারণ টেস্ট ক্রিকেট হল ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়।”

অবশ্য নিউম্যানই প্রথম নন যিনি এই নিয়ে অভিযোগ তুলেছিলেন। এর আগে মাইকেল ভন এই নিয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন যা অনেকটা একই রকম। তিনি প্রচ্ছন্নভাবে ইঙ্গিত করেছিলেন যে আইপিএল খেলার জন্যেই ভারত কত বছর শেষ টেস্ট ম্যাচটি না খেলে সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ে আসে।

কাল পয়লা জুলাই থেকে এজবাস্টনে মাটিতে শুরু হতে যাওয়া ভারত বনাম ইংল্যান্ড টেস্ট আদবে হওয়ার কথা ছিল গত বছরে ওল্ড ট্রাফোর্ডে। ভারতীয় শিবিরের বেশ কয়েক বার করো না থাবা বসায়। তাই তারা ঝুঁকি নিতে চাননি। সামনেই ছিল আইপিএল। তার জন্য আগে সংযুক্ত আরব আমিরশাহীতে সাত দিনের কোয়ারেন্টাইন পালন করতে হতো।

Reetabrata Deb

সম্পর্কিত খবর