বোমা দিয়ে বামেদের দফতর উড়িয়ে দেওয়ার প্রচেষ্টা! কেরলে তুঙ্গে সিপিএম-কংগ্রেস দ্বন্দ্ব

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী জোটকে ক্রমশ শক্তিশালী করার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছে সকল বিরোধী দলগুলি। এক্ষেত্রে একই সারিতে অবস্থান করে চলেছে কংগ্রেস এবং সিপিএম। আবার অপরদিকে আমাদের বাংলাতেও এই দুই দলের মধ্যে অতীতে জোট করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তেও দেখা গিয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের মধ্যে সদ্ভাব বজায় রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। তবে সুদূর কেরলে বাম-কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব কমার কোনও লক্ষণ নেই! একদিকে সিপিএম আক্রমণ করে চলেছে তো অপরদিকে আবার তাদের কার্যালয়ে হামলা ঘটানোর অভিযোগ উঠলো কংগ্রেসের বিরুদ্ধে।

কয়েকদিন পূর্বে কেরলের ওয়ানাড়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে এসএফআই ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তা নিয়ে বিতর্ক কমতে না কমতেই আবার বামেদের কেরল রাজ্য দপ্তরে কংগ্রেসের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ উঠলো, যা নিয়ে সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি।

বর্তমানে সিপিএমের পক্ষ থেকে একটি সিসিটিভি ফুটেজ তুলে ধরা হয় সকলের সামনে এবং সেই ভিডিওকে হাতিয়ার করে অভিযোগ করা হয় যে, গতকাল রাতের দিকে তাদের দপ্তর একেজি সেন্টারে বোমা মারে কংগ্রেস। এরপরে সিপিএম কর্মী-সমর্থকরা এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ দেখানো শুরু করে।

ঘটনার কেন্দ্রস্থল সিপিএম রাজ্য দপ্তর। গতকাল ঠিক রাত সাড়ে এগারোটার সময় দপ্তরের সামনে বোমা মারা হয়। সিপিএম দলের পক্ষ থেকে এই ঘটনার পেছনে কংগ্রেস হাত রয়েছে বলে দাবি করা হয়। সম্পূর্ণ ঘটনাটি সিসিটিভি ফুটেজে উঠে আসে, যেখানে ঘটনাস্থলে একটি স্কুটার দেখা গিয়েছে। বাহনে চেপে এক ব্যক্তিকে কোন একটি জিনিস ছুঁড়ে দিয়ে পালাতে দেখা যায়। অভিযুক্ত যে কংগ্রেস দলের, সে বিষয়ে বর্তমানে অভিযোগ করেছে কেরল সিপিএম। পরবর্তীকালে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং বর্তমানে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে।

jpg 20220701 105015 0000

এই প্রসঙ্গে কেরলের বাম রাজ্য সম্পাদক বলেন, “আমরা গোটা কেরল জুড়ে এই ঘটনার প্রতিবাদ করব।” উল্লেখ্য, কয়েকদিন পূর্বে কেরলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অফিসে এসএফআই ছাত্র সংগঠন দ্বারা ভাঙচুরের ঘটনার সামনে আসে। এরপরে সিপিএমকে কাঠগড়ায় তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ করে কংগ্রেস। তবে গতকালের ঘটনায় আপাতত তাদের কোন প্রতিক্রিয়া মেলেনি।

Sayan Das

সম্পর্কিত খবর