বর্ধমানে রথের মেলায় নাগরদোলা ভেঙে বিপত্তি! জখম ৪, তদন্তে পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ রথযাত্রা উপলক্ষ্যে গোটা বাংলার বিভিন্ন প্রান্তে উদযাপিত হয় উৎসব। বিভিন্ন জেলায় রথের মেলা বসার পাশাপাশি এদিন বহু মানুষের সমাগমও ঘটে। তবে সেই রথের মেলাতেই গতকাল ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা; যেখানে একটি নাগরদোলা ভেঙে পড়ে আহত হন চারজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারির রসুলপুর এলাকায়। প্রতি বছরই রথ উপলক্ষ্যে এই স্থানে বসে মেলা। বর্ধমান সহ অন্যান্য বিভিন্ন জায়গা থেকেও বহু মানুষের সমাগম ঘটে। গতকাল সেই ধারা বজায় রেখে জাঁকজমক অনুষ্ঠান দিয়ে শুরু হয় মেলা। তবে কিছু সময় পরেই আচমকা একটি নাগরদোলা ভেঙে ঘটে বিপত্তি!

নাগরদোলার বেল্ট ছিঁড়েই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনা ঘটার সময় নাগরদোলাটি সম্পূর্ণ ভর্তি ছিল। ফলে তা ভেঙে পড়তেই চারজন জখম হন এবং পরবর্তীতে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এক্ষেত্রে বড়সড় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে কি কারনে এটি ঘটল কিংবা কারা জড়িত রয়েছে, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে মেমারি থানার পুলিশ। ইতিমধ্যে নাগরদোলাটির মালিক এবং আরো এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে।

jpg 20220702 124125 0000

উল্লেখ্য, গতকাল নাগরদোলা ভেঙে আহত হন শুভঙ্কর নন্দী নামে এক ব্যক্তি। এই প্রসঙ্গে তিনি বলেন, “নাগরদোলাটি চালু হওয়ার পরেই হঠাৎ করে বেল্ট ছিঁড়ে যায়। এরপরই সেখান থেকে কয়েকজন ব্যক্তি সোজা মাটিতে পড়ে যায় এবং আঘাত লাগে।” এরপরেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে নাগরদোলাটি শুরু হওয়ার মুহূর্তেই যেভাবে এই ঘটনাটি ঘটে, তাতে বড়সড় কোন বিপদ পর্যন্ত ঘটতে পারতো বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় আহত চার ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর