নিজের ৪৮ বছরের পুরোনো CV প্রকাশ্যে আনলেন বিল গেটস! যা দেখে চমকে গিয়েছেন সকলে

বাংলা হান্ট ডেস্ক: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে চেনেন না এমন মানুষ বিশ্বে কার্যত খুঁজে পাওয়া মুশকিল। পাশাপাশি, পৃথিবীর শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকাতেও তাঁর নাম থাকে একদম ওপরের দিকেই। বর্তমানে বিল গেটস বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে অভিহিত হয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমান হল ১২২.৪ বিলিয়ন ডলার। এমতাবস্থায়, এবার নিজের ৪৮ বছরের পুরোনো একটি CV (Curriculum Vitae) প্রকাশ্যে আনলেন বিল গেটস। যা দেখে অবাক হয়েছেন সকলেই।

মূলত, আমরা জানি যে, কোনো চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের CV জমা করতে হয়। যেখানে সংশ্লিষ্ট আবেদনকারীর পরিচিতির পাশাপাশি, তাঁর শিক্ষাগত যোগ্যতাসহ আরও বিস্তারিত তথ্য প্রদান করা থাকে। তাই, নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। পাশাপাশি, এটি তৈরি করার সময়ও যত্নশীল থাকেন সকলে।

তবে, এবার বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস, সারা বিশ্বের কোটি কোটি যুবকদের তথা চাকরিপ্রার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে তাঁর প্রথম CV-টি প্রকাশ্যে এনেছেন। নিজের অনুগামীদের জন্য ৬৬ বছর বয়সী বিল গেটস আজ থেকে প্রায় ৪৮ বছর আগেকার CV-টি লিঙ্কডইনে শেয়ার করেছেন। শুধু তাই নয়, এই প্রসঙ্গে তিনি অনুগামীদের উদ্দেশ্যে লিখেছেন, “আপনি সাম্প্রতিককালে স্নাতক হন বা কলেজ থেকে ড্রপআউট, আমি নিশ্চিত যে আপনার CV-টি আমার এই ৪৮ বছর আগের জীবনবৃত্তান্তের চেয়ে অনেক ভাল দেখাবে।”

এদিকে, ওই CV-তে দেখা গিয়েছে যে, সেই সময়ে বিল গেটস, উইলিয়াম হেনরি গেটস III নামে সমধিক পরিচিত ছিলেন। পাশাপাশি, হার্ভার্ড কলেজে প্রথম বর্ষে থাকাকালীন এই CV-টিতে বিল গেটসের ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হয়েছে। পাশাপাশি, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সেখানে উল্লেখ করেছিলেন যে, তিনি অপারেটিং সিস্টেম স্ট্রাকচার, ডেটাবেস ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিক্স এবং আরও অনেক বিষয়ে কোর্স করেছেন।

WhatsApp Image 2022 07 02 at 11.36.55 AM

এমতাবস্থায়, এই CV প্রকাশ্যে আসতেই তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। ইতিমধ্যেই বহু ব্যবহারকারী বলেছেন যে, বিল গেটসের জীবনবৃত্তান্তটি অত্যন্ত নিখুঁত এবং এটি সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য তাঁরা বিল গেটসকে ধন্যবাদও জানান। এছাড়াও, একজন ব্যবহারকারী লিখেছেন, “এটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। চমৎকার এক পৃষ্ঠার জীবনবৃত্তান্ত। আমাদের সকলেরই আমাদের পূর্বের CV-গুলিতে চোখ বোলানো উচিত। কখনও কখনও, আমরা ভুলে যাই যে আমরা আমাদের জীবনে কত কিছু করেছি এবং অর্জন করেছি।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর