‘বাংলায় বিজেপি ২৫ আসন পেলে কান ধরে ওঠবোস করব’, সুকান্তকে চ্যালেঞ্জ ফিরহাদের

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন আর তার পূর্বেই এই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশই চড়ছে পারদ। একদিকে যেমন বিজেপি সরকার তাদের ক্ষমতা ধরে রাখার জন্য তৎপর হয়ে উঠেছে, আবার অপরদিকে বিরোধী জোটেরাও নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে মরিয়া হয়ে পড়েছে। গত বিধানসভা ভোটে বাংলায় বিপুল পরিমাণে জয়লাভের পর থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে চলেছে তৃণমূল কংগ্রেস আর এবার ফের একবার সেই ধারাকে বজায় রেখে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিলেন কলকাতার মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম।

এদিন সাংবাদিক সম্মেলনে তাঁর দাবি, “লোকসভা ভোটে যদি বিজেপি বাংলা থেকে ২৫ টি আসন পায়, তবে আমি কান ধরে ওঠবোস করতে রাজি আছি।” একই সঙ্গে বিজেপি নেতা সুকান্ত মজুমদারকেও তিনি ছুঁড়ে দেন চ্যালেঞ্জ। এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে হাজির হন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এবং এরপরেই সাংবাদিকদের সামনে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি সুকান্ত মজুমদার দাবি করেন যে, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির আসন সংখ্যা ১৮ থেকে বেড়ে ২৫-এ দাঁড়াবে আর এবার বিজেপি নেতাকে ঘুরিয়ে চ্যালেঞ্জ করলেন ফিরহাদ।

এদিন তিনি বলেন, “বাংলা থেকে বিজেপি খুব জোর এক থেকে দু’টি আসন পাবে কিংবা হয়তো তাও নয়। তবে আমাদের চেষ্টা রয়েছে, বিজেপিকে একেবারে শূন্যতে নামানো। গত বিধানসভা নির্বাচনে ওরা কয়েকটি আসন পেলেও লোকসভাতে ভরাডুবি হবে। বাংলার মানুষ যেভাবে বিজেপির ওপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছে, সেদিক থেকে দেখতে গেলে ওরা একটিও ভোট পাবে না।”

firhad hakim 1 2

এছাড়াও তিনি বলেন, “আমি বলছি যে, বিজেপি যদি বাংলা থেকে ২৫ টা আসন পায়, তাহলে আমি কান ধরে ওঠবোস করব। কিন্তু একইসঙ্গে আমি সুকান্তবাবুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাই। যদি বিজেপি ২৫ টি আসন না পায়, তাহলে বিজেপির রাজ্য সভাপতি বলুন যে, উনি রাজনীতি ছাড়বেন।”

Sayan Das

সম্পর্কিত খবর