মাওবাদীদের নামে হুমকি চিঠি দিয়ে তোলা আদায় খোদ পুলিশের! ঝাড়গ্রামে ধৃত ৬

বাংলা হান্ট ডেস্কঃ কথায় আছে, ‘অতি লোভে তাঁতি নষ্ট’। সম্প্রতি ঝাড়গ্রামের বুক থেকে উঠে আসা একটি ঘটনা বাংলার এই প্রবাদটিকে যেন সত্য প্রমাণ করলো! সম্প্রতি মাওবাদীদের নাম করে এলাকাবাসীদের ভয় দেখিয়ে তোলা আদায় করার অভিযোগ ওঠে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে আর অবশেষে সেই ঘটনার তদন্ত করতে নেমে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে তোলা আদায়ের ঘটনায় স্বয়ং পুলিশের জড়িয়ে থাকার প্রমাণ উঠে এসেছে। এরপরেই জামবনি থানার হোম গার্ড বাহাদুর মান্ডি সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম পুলিশ। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, অতীতে ঝাড়গ্রামের এক বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীদের দাপট দেখা যেত। সাধারণ মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে তোলা আদায় করার জন্য হুমকি দেওয়া সহ একাধিক ঘটনার সাক্ষী থাকতো এলাকাবাসী। তবে মাঝের বেশ কিছু সময়ে সকল কার্যকলাপ একপ্রকার বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি পুনরায় একবার এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকদিন পূর্বে পুলিশের কাছে এই সম্পর্কিত অভিযোগ জমা হওয়ার পরেই গোপনে নজর রাখতে শুরু করে দেয় তারা এবং এদিন পোস্টার লাগানোর সময় হাতেনাতে ধৃতদের ধরে ফেলা হয়।

হোমগার্ড বাহাদুর মান্ডি ছাড়াও শংকর মণ্ডল, মলয় কর্মকার, বাবলু দলুই, বাবুলাল সোরেন এবং মহেন্দ্র হাসদাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বাইক কিংবা সাইকেলে করে অভিযুক্তরা এসকল পোস্টারগুলি এলাকার বিভিন্ন প্রান্তে লাগিয়ে দিতো। তাদের উদ্দেশ্য ছিল, গ্রামবাসীদের মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করে তোলা আদায় করা।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে বর্তমানে বন্দুক, মোবাইল সহ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঝাড়গ্রামের এসপি অরিজিৎ সিনহা বলেন, “অভিযুক্তদের একটি মাত্র উদ্দেশ্য ছিল এবং তা হল, মানুষকে ভয় দেখানো। সেই কারণে তারা পোস্টার লাগানোর পাশাপাশি এলাকাবাসীদের হুমকি পর্যন্ত দিত। আমাদের কাছে অভিযোগ আসার পর দ্রুত তদন্ত শুরু করি এবং বর্তমানে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর