কিছুই ঠিকঠাক করতে পারছেন না কোহলি, বিরাটের উস্কানিই ভয়ংকর করে তুলেছিল বেয়ারস্টোকে?

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল এজবাস্টনে স্টোকস আউট হওয়ার পর একসময় রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সেই সময় ইংল্যান্ডের সাথে মাইন্ড গেম খেলার চেষ্টা করছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কাল নিজের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন জনি বেয়ারস্টোকে। দুজনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্যবিনিময় হয় যা শেষ পর্যন্ত ২ আম্পায়ারকে এসে আটকাতে হয়।

বিরাট কোহলি এবং জনি বেয়ারস্টো মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয় তা পুরোটা না হলেও কিছুটা স্টাম্প মাইকে ধরা পড়েছিল। তৃতীয় দিনের শুরুর দিকে ব্যাট করার সময় জনি বেয়ারস্টো টাইমিং অসুবিধা হচ্ছিল। ফর্মে থাকা এই ক্রিকেটারের পেটের মাঝখানে বল লাগছিল না এবং বেশ কয়েকবার তিনি এক চুলের জন্য আউটসাইড এজ হওয়া থেকে বেঁচে যান। এই সময়ে কোহলি তাকেস প্লেস করার চেষ্টা করেন। কোহলিকে বলতে শোনা যায়, “বেয়ারস্টো মাঠের সবকিছু দেখতে পাচ্ছে শুধুমাত্র বলটি বাদ দিয়ে।”

এই ব্যাঙ্গের জবাবে বেয়ারস্টো কিছু পাল্টা বলতে গেলে কোহলি তাকে চুপ করে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে বলেন। তোমায় আমপারা এসে দুজনকে তাদের থেকে আলাদা করেন। এই ঘটনার পরেই কোহলির স্ট্র্যাটেজি ব্যাকফায়ার করে। একসময় ২১-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে থাকা বেয়ারস্টো উসিং এরপরে ১৫০ স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করতে শুরু করেন। তার দুর্দান্ত ইনিংসের দৌলতি ফলোঅন এড়ালো ইংল্যান্ড এখনো তারা ম্যাচ থেকে পুরোপুরি হারিয়ে যায়নি।

এইমুহূর্তে যেন কোনও কিছুই ঠিকঠাক চলছে না বিরাট কোহলির। তিনি বেড়াতে তো ব্যর্থ হই কাল স্লেজিং করতে গিয়ে উলটে দলের কিছুটা বিপদ ডেকে এনেছিলেন। কোহলির সঙ্গে এই বাদানুবাদের প্রতি মনোযোগ দিতে রাজি নন বেয়ারস্টো। নিজের শেষ তিনটি টেস্টে তিনটি শতরান করা বেয়ারস্টো বলেছেন আমরা ১০ বছর ধরে একে অপরের বিরুদ্ধে খেলছি। এই রকম ঘটনা ম্যাচের মাঝে ঘটেই থাকে। এটা আমাদের রাত্রিবেলা একসঙ্গে বসে নৈশভোজ করতে আটকাবে না।”

X