বসার কী ছিরি! মদ খেয়ে ঢুলুঢুলু চোখে বউকে নিতে এসেছেন, রণবীরকে তুলোধনা নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: বাবা হতে চলেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। কোথায় হাসিমুখে ঘুরে বেড়াবেন, আগামী উজ্জ্বল দিনগুলোর প্রস্তুতি নেবেন, তা না। যেন তেন পোশাক পরে মদ‍্যপ লুক নিয়ে বউকে নিতে হাজির অভিনেতা! বিমানবন্দরে রণবীরের ছবি ভাইরাল হতেই সোশ‍্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।

পরনে ঢিলেঢালা নীল হলুদ চেক শার্ট, জিন্সের প‍্যান্ট। চুল গুলো এলোমেলো, ঢুলুঢুলু চোখ। একটা পা অভদ্র ভাবে সিটের উপরে তুলে বসে মোবাইল ফোনে ব‍্যস্ত। বিমানবন্দরে এমন ভাবেই দেখা মিলল রণবীরের। পায়ে কোনো জুতো ছিল না তাঁর। নিজের গাড়ির মধ‍্যেই বসেছিলেন রণবীর। আলিয়া আসতেও বাইরে বেরোননি।

Ranbir Kapoor Alia Bhatt airport3
রণবীরের গাড়ির সামনে ভিড় করেছিল পাপারাৎজি। ক‍্যামেরার দিকে তাকিয়ে হাত তুললেও পা নামিমে বসেননি অভিনেতা। ছবি, ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু করেছেন নেটনাগরিকদের একাংশ। বেশিরভাগেরই দাবি, রণবীরকে দেখেই বোঝা যাচ্ছে নেশা করে এসেছেন।

Ranbir Kapoor Alia Bhatt airport1
অনেকের আবার অভিনেতার বসার ভঙ্গি নিয়ে সমস‍্যা। কেউ কেউ মজা করে লিখেছেন, রণবীর বাবা হতে চললেন অথচ নিজেই এখনো বড় হতে পারলেন না। যদিও কয়েকজন রীতিমতো বিরক্ত হলেই লিখেছেন রণবীর আলিয়ার ব‍্যক্তিগত মুহূর্ত এটা‌। এতদিন পর দেখা হচ্ছে দুজনের। তাঁদের একা ছেড়ে দেওয়াই ভাল।

https://www.instagram.com/reel/Cfzc8u3K_4X/?igshid=YmMyMTA2M2Y=

এতদিন নিজের হলিউড ডেবিউ ছবি ‘হার্ট অফ স্টোন’ এর শুটিং করছিলেন আলিয়া। সদ‍্য নিজের অংশটুকুর শুটিং শেষ করেছেন তিনি। তারপরেই ফিরেছেন দেশে। এদিন সাদা টিশার্ট, কালো ঢিলেঢালা প‍্যান্ট আর সাদা বড় শার্ট পরে দেখা মেলে আলিয়ার। বোঝা গিয়েছে তাঁর বেবিবাম্পও।

https://www.instagram.com/reel/CfzcbNeqMOY/?igshid=YmMyMTA2M2Y=

আলিয়া এসে পৌঁছাতেই ঘিরে ধরে পাপারাৎজি। শুভেচ্ছা বার্তায় ভেসে যান অভিনেত্রী। তাঁরাই আলিয়াকে জানান, হবু বাবাও এসে অপেক্ষা করছেন। অভিনেত্রীর এক্সপ্রেশন দেখেই বোঝা গিয়েছে, এই সারপ্রাইজটা তিনি আশা করেননি। স্ত্রীকে গাড়িতে তুলেই জড়িয়ে ধরেন রণবীর। ‘রালিয়া’ ভক্তরা অবশ‍্য বেশ খুশি বাস্তবের নায়ক নায়িকার মিলনে।

Niranjana Nag

সম্পর্কিত খবর