স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতের মুখোমুখি হবে বিশ্ব একাদশ, জানুন কেমন হতে পারে দলগুলো…

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই বছর পূর্ণ হচ্ছে ভারতের স্বাধীনতার ৭৫ বছর। তার জন্য সারা দেশে অমৃত মহোৎসব পালন করছে কেন্দ্রীয় সরকার। এবার এই বিশেষ উপলক্ষ্যকে কেন্দ্র করে বিসিসিআইয়ের কাছে একটি বিশেষ প্রস্তাব রাখলো ভারত সরকার। ২২শে আগস্ট ভারত বনাম বিশ্ব একাদশের একটি ক্রিকেট ম্যাচ আয়োজনের প্রস্তাব সামনে এনেছে তারা।

সংবাদ সংস্থা পিটিআই এমন খবরই সামনে আনছে। তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই কঠিন। অমৃত মহোৎসবের অনুষ্ঠানগুলি যে সংস্কৃতি মন্ত্রক দেখাশোনা করছে সেই মন্ত্রকই বিসিসিআইয়ের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে। তবে বিশ্বকাপের আগে ভারতীয় দল তো বটেই, বিশ্বের কোনও দলই তাদের ক্রিকেটারদের অমন প্রদর্শনী ম্যাচের জন্য ছাড়তে রাজি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

বিসিসিআই যদিও এখনও জানায়নি যে এই ম্যাচটি আয়োজন করা হবে কিনা তবে তারা এটা স্বীকার করে নিয়েছে যে এমন প্রস্তাব তারা পেয়েছে। তবে এর জন্য ভারতের ১১জনের পাশাপাশি গোটা বিশ্বের ১৩-১৪ জনের ক্রিকেটারদের একটি পুল লাগবে যা জোগাড় করা সেই সময় অসম্ভবের সামিল থাকবে। তাই এই বিষয়ে স্পষ্ট করে কোনও বিবৃতি দেয়নি বিসিসিআই। আর পাক ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা যাবে কিনা সেই নিয়েও নেই স্পষ্ট ধারণা।

কিন্তু যদি সত্যি আয়োজন করা যায় এমন ম্যাচ তবে সবচেয়ে শক্তিশালী বিশ্ব একাদশ কেমন হতে পারে? করা হলো খোঁজার চেষ্টা।
বিশ্ব একাদশ: ডেভিড ওয়ার্নার, জস বাটলার, কেন উইলিয়ামসন, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, সকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, কাগিসো রাবাডা, রশিদ খান

Reetabrata Deb

সম্পর্কিত খবর