অল্পের জন্য নিজের অধিনায়ক রোহিতের রেকর্ড ভাঙতে ব্যর্থ হলেন সূর্যকুমার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে কাল প্রথমবার রোহিতের মাঠে থাকাকালীন টি-টোয়েন্টি ক্রিকেটে হারের মুখ দেখেছে ভারতীয় দল। সূর্যকুমার যাদব এর একক লড়াইয়ের কারণে দীর্ঘ সময় অবধি ম্যাচে লড়াই চালিয়ে ছিল ভারত। সুরেশ রায়না রোহিত শর্মা লোকেশ রাহুল দীপক হুডার পর পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে শতরান করেন কাল সূর্যকুমার যাদব। কিন্তু মাত্র 1 রানের জন্য একটি পরও রেকর্ড গড়ার থেকে বঞ্চিত হলেন তিনি।

গতকাল সূর্যকুমার যাদব প্রবল আক্রমণাত্মক ব্যাটিং করে ৫৫ বলে ১১৭ রানের ইনিংস খেলেছেন। স্কাই এর ইনিংসটি সাজান ছিল ১৪টি চার এবং ছটি ছক্কা দিয়ে। তার ব্যাটিংয়ের সামনে অসহায় দেখিয়েছিল ইংল্যান্ড বোলারদের। মঈন আলীর বলে তার আউট হওয়ার আগে অবধি তার ব্যাটিং দেখেমনে হচ্ছিল না যে তিনি কোন ভুল করতে পারেন।

Surya Kumar Yadav

কিন্তু আর এক রান করলেই নিজের জাতীয় দল এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে ছুঁয়ে ফেলতে পারতেন সূর্যকুমার। এখনও পর্যন্ত ভারতীয়দের হয়ে টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি রয়েছে রোহিতের নামে। শ্রীলংকার বিরুদ্ধে ৪৩ বলে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। অতি অল্পের জন্য সেই রেকর্ড ভাঙতে ব্যর্থ হলেন স্কাই।

গতকাল বলতে গেলে সূর্যকুমারকে সঙ্গ দেওয়ার জন্য কেউ ছিলেন না। শ্রেয়স আইয়ার বাদে কেউই তাকে দীর্ঘক্ষণ সঙ্গ দিতে পারেননি। টপ অর্ডারে রোহিত, কোহলি ব্যর্থ হয়েছিলেন। শ্রেয়স আউট হওয়ার পর জাদেজা কিংবা দীনেশ কার্তিক কেউই নিজেদের স্বাভাবিক আক্রমনাত্মক খেলা খেলতে পারেননি ফলে পুরো চাপটা পড়ে গিয়েছিল সূর্যকুমার যাদবের ওপর। তো শেষ পর্যন্ত ইংল্যান্ডের ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৯৮ রানের বেশি করতে পারেনি ভারত।


Reetabrata Deb

সম্পর্কিত খবর