বাংলা হান্ট ডেস্ক: একটা সময় ছিল যখন আমাদের দেশে মহিলাদের স্থান ছিল শুধুমাত্র বাড়ির ভেতরেই। স্বতঃস্ফূর্তভাবে বাইরে বেরিয়ে কোনো কাজই করতে পারতেন না তাঁরা। কিন্তু, এখন সময় বদলেছে। তার সাথে পরিবর্তন হয়েছে মানসিকতারও। আর সেই কারণেই বর্তমান সময়ে পুরুষদের সাথে পাল্লা দিয়ে একের পর এক শিরোপা ছিনিয়ে নিচ্ছেন মহিলারা। পাশাপাশি, সেই রেশ বজায় রেখেই এবার কার্যত ইতিহাস সৃষ্টি করলেন ক্যাপ্টেন হরপ্রীত চন্ডী (Captain Harpreet Chandi)। মূলত, এই ব্রিটিশ-শিখ সেনা অফিসার ৩২ বছর বয়সে দক্ষিণ মেরুতে একা ভ্রমণকারী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা হিসেবে বিবেচিত হচ্ছেন। জানা গিয়েছে, ক্যাপ্টেন হরপ্রীত কোনোরকম সাহায্য ছাড়াই এই ট্রেকটি সম্পন্ন করেছেন।
এই প্রসঙ্গে ক্যাপ্টেন চন্ডী লিখেছেন যে, এই অভিযান শুধু তাঁর একার জন্য নয়। বরং, তিনি চান মানুষ তাঁদের সীমা অতিক্রম করুক এবং নিজের উপর বিশ্বাস রাখুক। তাঁর কথায়, “আমি চাই আপনারা বিদ্রোহীর ট্যাগ ছাড়া সমস্ত কিছু অর্জন করুন। আমাকে অনেকবার বলা হয়েছে যে, আপনি স্বাভাবিক কাজ করুন। কিন্তু আমি আমার স্বাভাবিক কাজ কোনটা হবে সেটা নিজে সিদ্ধান্ত নিই।”
এই প্রসঙ্গে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, ক্যাপ্টেন চন্ডী নিজে তাঁর লাইভ ব্লগে সবাইকে এই সুখবর দিয়েছেন। তিনি ৪০ দিনে, একটি স্লেজ নিয়ে ১,১২৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রা এবং ৬০ মাইল প্রতি ঘন্টা বাতাসের মুখোমুখি হয়েও তিনি তাঁর লক্ষ্য পূরণ করেন। জানা গিয়েছে, ক্যাপ্টেন চন্ডী ২০২১ সালের ৭ নভেম্বর তাঁর এই ঐতিহাসিক সফর শুরু করেছিলেন।
এই প্রসঙ্গে তিনি লিখেছেন, “আমি দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছি। এখানে তুষারপাত হচ্ছে। আমি একসাথে অনেক আবেগ অনুভব করছি। তিন বছর আগে পর্যন্ত আমার পোলার ওয়ার্ল্ড সম্পর্কে কোনো ধারণা ছিল না এবং এখন আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখানে পৌঁছেছি। এখানে পৌঁছনো কঠিন ছিল। যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।”
#polarpreet has just made #history becoming the first woman of colour to complete a solo expedition in Antartica. She completed the 700 miles in only 40 days. https://t.co/3HRNWOu9aR #breakingboundaries #thisgirlcan #expedition #nothingisimpossible@TeamArmyUK @mitie @BritishArmy pic.twitter.com/vxtK6RtvSO
— Preet Chandi (@PreetChandi10) January 3, 2022
শুধু তাই নয়, ক্যাপ্টেন চন্ডী তাঁর এই ভ্রমণের সময় ব্লগ আপলোড করতে থাকেন এবং তার ট্রেকিং ম্যাপও শেয়ার করেন। উল্লেখ্য যে, ক্যাপ্টেন হরপ্রীত চন্ডী নর্থ ইস্ট ইংল্যান্ডের মেডিকেল রেজিমেন্টের সদস্যা। তিনি দক্ষিণ মেরুতে ট্রেক করার আগে ফ্রেঞ্চ আল্পসে ক্রেভাস প্রশিক্ষণ নেন। এছাড়াও, তিনি আইসল্যান্ডের ল্যাংজোকুল হিমবাহে ট্রেক করেছেন এবং তুষারাবৃত গ্রিনল্যান্ডে ২৭ দিন কাটিয়েছেন। মূলত, ভারী টায়ার টানার অনুশীলন করে, তিনি নিজেকে স্লেজ টানার জন্য প্রস্তুত করেছিলেন। হরপ্রীত চন্ডী মাত্র ১৯ বছর বয়সে আর্মি রিজার্ভে যোগদান করেন এবং ২৫ বছর বয়সে নিয়মিতভাবে সেনাবাহিনীর সদস্যা হন। এদিকে, তাঁর এই বিরাট সাফল্যের খবর প্রকাশ্যে আসতেই শুভকামনার বন্যা বইছে সর্বত্র।