ডাক্তার নেই, হাসপাতালে প্রসূতিদের অপারেশন করছে ইঞ্জিনিয়ার! ধরা পড়তেই হুলস্থূল কাণ্ড

বাংলাহান্ট ডেস্ক : অবাক কাণ্ড ঝাড়খণ্ডে (Jharkhand)! ঝাড়খণ্ডের গাড়ওয়া জেলায় মা গড়দেবী হাসপাতালে ধরা পড়লো ভুয়ো ডাক্তার (Fake Doctor)। অভিযোগ এই হাসপাতালে চিকিৎসা করেন এমন একজন ডাক্তার (Fake Doctor) আছেন যার সঙ্গে ডাক্তারির দূর-দূরান্তের কোনও সম্পর্ক নেই। জানা যাচ্ছে, ওই ভুয়ো ডাক্তার আদতে ইঞ্জিনিয়ারিং-এর (Engineer) ছাত্র। হাসপাতাল কতৃপক্ষ তাকে হাসপাতালের ম্যানেজমেন্ট স্টাফের সদস্য বলে দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে এসেছে।

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে চলা এই কারচুপি সকলের সামনে আসে কয়েকদিন আগেই। গড়ওয়ার সরকারি আধিকারিক রমেশ ঘেলপ হাসপাতাল পরিদর্শনের জন্য সেখানে পৌঁছান। সেই সময়ই একটা অপারেশনের করছিলেন অভিযুক্ত ব্যক্তি। সরকারি আধিকারিকের একেবারে হাতেনাতে ধরা পড়ে যায় সে। রমেশ ঘেলপ সংবারমাধ্যমকে জানান, ‘আমার কাছে অভিযোগ ছিল গাড়ওয়া জেলায় মা গড়দেবী হাসপাতালে ডাক্তার নয় বরং ম্যানেজমেন্টের এক ব্যক্তিই চিকিৎসা করছেন। তারপর আমরা তদন্তে নামি। প্রমান পাওয়া যায় যে ডাক্তার না হয়েও চিকিৎসা করছেন ওই ব্যক্তি।’

সূত্র মারফত জানা যাচ্ছে, পুরো ঘটনার তদারকি করতে ১১জুলাই সরকারি অধকারিরা মা গড়দেবী হাসপাতালে পৌঁছান। রমেশ ঘেলপ যা দেখলেন তা অবাক হওয়ারই মতো। অভিজ্ঞ ডাক্তারের বদলে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র একজন এক গর্ভবতী মহিলার অপারেশন করছেন। অভিযুক্ত যুবকের নাম বীরেন্দ্র পাল।

hospital 2

চিকিৎসার নাম করে চলা এই ব্যবসা সামনে আসতেই বন্ধ করে দেওয়া হয়েছে মা গড়দেবী হাসপাতাল। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। এই ঘটনায় নাম উঠে এসেছে বেশ কিছু স্বাস্থ্য কর্মীরও। জানা যাচ্ছে ওই স্বাস্থ্য কর্মীরাই সাধারণ মানুষকে ভুলিয়ে-ভালিয়ে জাল এই হাসপাতালে এনে ভর্তি। প্রত্যেক রোগী পিছু বেশ ভালো টাকা কমিশনও তারা পেত বলে জানা যাচ্ছে। এছাড়া, গাড়ওয়া জেলায় আরও বেশ কিছু জাল হাসপাতাল চলার খবরও সরকারি আধিকারিকরা পেয়েছেন বলে দাবি করা হচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর