‘এবার লাইনে এসেছে’! মুসলিমকে দিয়ে জোর করে ‘ভারত মাতা”র স্লোগান দিইয়ে বলল অভিযুক্ত! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttarpradesh) মথুরা জেলা থেকে গুরুতর অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি গত সোমবারের। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে, যেখানে এক মুসলমান ব্যক্তিকে বলপূর্বক ‘ভারত মাতা কি জয়’ বলতে হয়েছে বলে অভিযোগ। এক্ষেত্রে কয়েকজন যুবক দ্বারা তাকে জোর করে এই কাজটি করানো হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার কেন্দ্রস্থল উত্তরপ্রদেশের মথুরার ফারাহ থানা এলাকা। গত সোমবার মুবীন নামে এক মুসলমান যুবকের সাথে এই ঘটনাটি ঘটে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সমগ্র দৃশ্য সকলের সামনে উঠে এসেছে। ভিডিওয় পরিষ্কার দেখা যাচ্ছে যে, কয়েকজন যুবক মিলে মুবীন নামে ওই মুসলমান ব্যক্তির সঙ্গে অভদ্রভাবে কথা বলতে শুরু করে। এরপরই তাকে ‘ভারত মাতা কি জয়’ বলতে বলা হয়। পরবর্তীতে  মুবিনকে পর পর তিনবার ভারত মাতার নামে জয়ধ্বনি দিতে দেখা যায়।

তবে এরপরেও নাছোড়বান্দা থাকে সেখানে উপস্থিত যুবকেরা এবং আবারো তাকে একই জয়ধ্বনি দিতে বললে সেই মুহূর্তে ওই মুসলিম যুবক প্রতিবাদ করে বলে, “আমি তিনবার ‘ভারত মাতা কি জয়’ বলেছি। ভারত মাতা আমাদের।” পরবর্তীতে সেই সকল অভিযুক্ত যুবক বলে, “এবার লাইনে এসেছে।”

সূত্রের খবর, মুবীন নামে ওই মুসলিম ব্যক্তি প্রতিদিনের মতো সকালে পশু চড়াতে যায় এবং সেই সময় অভিযুক্ত যুবকেরা তাকে ঘিরে ধরে এবং অসভ্য ব্যবহার করতে থাকে। অতীতে একাধিকবার এইভাবে জোরপূর্বক স্লোগান দেওয়ার ঘটনা সামনে এসেছে। তবে বর্তমানে যেভাবে একের পর এক ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে চলেছে দেশের রাজনীতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভিডিও চাঞ্চল্য সৃষ্টি করেছে। এমনকি মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, পরবর্তীতে স্থানীয় থানায় গিয়ে ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মুবীন। পরবর্তীতে তদন্ত শুরু করে জিতেন্দ্র নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে তারা এবং বাকিদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

Sayan Das

সম্পর্কিত খবর