বাড়ির ছাদে পোষা কুকুর নিয়ে ঘুরছিলেন বৃদ্ধা, মাংস খুবলে খেল পিটবুল! অবশেষে মৃত্যু

বাংলাহান্ট ডেস্ক : মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কে? চোখ বন্ধ করে যে কেউ উত্তর দেবে কুকুর। কুকুর এবং মানুষের (Dog Human Friendship) বন্ধুত্ব সুপ্রাচীন। বিশ্বজুড়ে অজস্র কাহিনি রয়েছে মানুষ-কুকুরের গভীর বন্ধুত্বের খতিয়ান হিসাবে। কিন্ত সেই দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুই যদি বিশ্বাসহন্তা হয়ে ওঠে তাহলে সত্যি বলার কিছু থাকে না। উত্তরপ্রদেশের (UP) লক্ষ্ণৌতে (Lucknow) এমনই এক ঘটনা ঘটেছে যা শুনে হতবাক কুকুর প্রেমীরা। ৮২ বছরের এক বৃদ্ধার মৃত্যুর (Dog Attack on Human) কারন হয়ে দাঁড়ালো পিটবুল (Pitbull Dog) প্রজাতির এক কুকুর।

জানা যাচ্ছে, লক্ষ্ণৌয়ের 9বাঙালী টোলা এলাকায় ছেলে এবং পরিচারকের সঙ্গে বাস করতেন বৃদ্ধা সুশীলা ত্রিপাঠী। মঙ্গলবার সকালে ছেলে অমিত জিমে চলে যায়। গৃহ পরিচারক বাড়ির কাজ সামালাচ্ছিল। সুশীলাদেবি বাড়ির ছাদে দুই পোষ্য সারমেয় কে নিয়ে ঘুরছিলেন। দুই সারমেয়র মধ্যে একটি ল্যব্রাডার এবং অপরটি পিটবুল প্রজাতির ছিল। হঠাৎই পিটবুলটি আক্রমণ করে সুশীলাকে। তাঁর পেট,মুখ এবং হাতকে মারাত্মক জখম করে।

পোষা কুকুর হঠাৎ আক্রমণ করবে তা মোটেও বুঝে উঠতে পারেননি সুশীলা। তাঁর আর্তনাদ শুনে দৌড়ে আসে গৃহপরিচারিক। সে এসে ছাদের মেঝে থেকে রক্তাক্ত সুশীলাকে উদ্ধার করে। মারাত্মক জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বলরামপুর হাসপাতালে। সেখানেই চিকিৎসা করার সময়ই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্র জানানো হয়েছে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনেই মৃত্যু হয় বৃদ্ধার। পুলিশ ইতিমধ্যেই দেহের ময়নাতদন্ত করে তা পরিজনের হাতে তুলে দিয়েছে।

এক প্রতিবেশী বলেন, ‘এই মর্মান্তিক ঘটনাটি ৫ঃ৩০ র সময় ঘটে। আমরা সুশীলাদেবির আর্তনাদ শুনে দরজা খোলার চেষ্টা করেও পারিনি।’ এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রসঙ্গত বিশ্বের ৪১ টি দেশে পিটবুল প্রজাতির কুকুর পোশার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর