কোহলিকে দল থেকে বাদ দেওয়া যায় না, মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকা পেসারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলির ভারতীয় দলে থাকা উচিত কিনা সে নিয়ে আলোচনা। বেশ কিছুদিন হল বেড়াতে একেবারে নিচের পরিচিত ছন্দে নেই একদা “রান মেশিন” খেতাব পাওয়া বিরাট। কোন ফরম্যাটে নিজেদের যোগ্যতা অনুযায়ী পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাটের আবার ঘরোয়া ক্রিকেট খেলে ফর্ম ফিরে পেয়ে তারপর ভারতীয় দলে ফেরত আসা উচিত কিনা সে নিয়ে জল্পনা চলছে অনেকদিন ধরেই।

যদিও সেই তত্ত্বের সাথে একমত নন একদা তারকা ভারতীয় পেসার আশীষ নেহেরা। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী তারকা ফাস্ট বোলার মনে করেন বিরাট কোহলি এতদিন ধরে ভারতীয় দলের জন্য যা পারফরম্যান্স করেছেন, তারপর তার এই অতিরিক্ত সুযোগগুলো প্রাপ্য। তার মতে এই মুহূর্তে বিরাট কোহলির বহির্বিশ্বের মতামত সম্পর্কে গুরুত্ব না দিয়ে নিজেকে কি করে পুরনো ছন্দে ফেরত আনা যায় সেই নিয়ে ভাবা উচিত।

ashish nehera

নেহেরা বলেছেন, “যদি আপনার সতীর্থ, ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা আপনার ওপর ভরসা রাখে তাহলে আর অন্য কোনও মানুষের অভিমত শোনার দরকার নেই। হ্যাঁ, এটা কোথাও লেখা নেই যদিও যে বিরাটকে খেলিয়ে যেতেই হবে কিন্তু আপনি যদি অতীতে দলের জন্য এত কিছু করে থাকেন তাহলে সেই সুযোগ আপনার প্রাপ্য।”

নেহেরার মতোই কোহলির পাশে দাঁড়িয়েছেন রোহিত শর্মাও। তিনি বলেছেন “যে জানিনা মাঠের বাইরে সেই সব বিশেষজ্ঞরা কারা যারা দলের ভেতর কি চলছে তা না দেখেই এসব মন্তব্য করে যাচ্ছেন। কিন্তু আমরা দলের জন্য যা ভালো সেটাই করবো।” সদ্য গুজরাট টাইটান্সকে আইপিএল জেতানো কোচ আশীষ নেহেরাও প্রায় একই বক্তব্য রেখেছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর