পেট্রোল ৫ টাকা, ডিজেল ৩ টাকা! কমল তেলের দাম

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে জনদরদি সিদ্ধান্ত একনাথ শিন্ডের (Eknath Shinde)। মহারাষ্ট্রে দাম কমছে কমছে পেট্রোল ও ডিজেলের। জানা যাচ্ছে পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ৩ টাকা ছাড় দিয়েছে শিন্ডে সরকার। এই দাম কমানোর জন্য কাল থেকে পেট্রোলের দাম হবে লিটার প্রতি ১০৬ টাকা, এবং এক লিটার ডিজেলের দাম হবে ৯৪ টাকা।

একনাথ শিন্ডে সরকার পেট্রল–ডিজেলের উপর ভ্যাট (‌ভ্যালু অ্যাডেড ট্যাক্স‌)‌ (VAT) কমানোর সিদ্ধান্তেই এই দাম কমেছে পেট্রোল ও ভিজিলের। শুধু মাত্র মহারাষ্ট্রই নয়, বিজেপি শাসিত একাধিক রাজ্যই হ্রাস করেছে জ্বালানির দাম। উদ্ধব ঠাকরে সরকারও মে মাসে মহারাষ্ট্রে পেট্রল ও ডিজেলের উপর ভ্যাট কমিয়েছিল। সেই সময় পেট্রলের দাম লিটারে ২.‌০৮ টাকা ও ডিজেলে ১.‌৪৪ টাকা কমানো হয়েছিল। গত নভেম্বরে কেন্দ্র পেট্রল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমানো হয়েছিল যথাক্রমে ৫ ও ১০ টাকা। তারপরই বিজেপি শাসিত রাজ্যগুলি সহ একাধিক অবিজেপি রাজ্যও পেট্রল–ডিজেলের দাম কমানোর রাস্তায় হাঁটে। এরপর চলতি বছরের মে মাসে ফের একবার আবগারি শুল্ক কমায় কেন্দ্র। তখনও একাধিক রাজ্য পেট্রল–ডিজেলের উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই তালিকায় মহারাষ্ট্রও ছিল। এবার মুখ্যমন্ত্রী হয়েই পেট্রল–ডিজেলের উপর ভ্যাট আরও খানিকটা কমানোর সিদ্ধান্ত নিল শিন্ডে সরকার।

36385 shinde government reduced vat on petrol diesel

এই প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেন, ‘শিবসেনা – বিজেপি সরকার মানুষের কল্যাণ করার জন্য বদ্ধপরিকর।’ জানা যাচ্ছে, এই ভ্যাট কম করার ফলে বছরে মহারাষ্ট্র সরকারের প্রায় ৬ হাজার কোটি টাকার লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একনাথ শিন্ডে মনে করেন এই পদক্ষেপের ফলে কমবে মুদ্রাস্ফিতির হার।

Sudipto

সম্পর্কিত খবর