আর হবে না ফেরা! কুরবানির জন্য বিক্রি হওয়ার আগে মালিকের কাঁধে মাথা রেখে কান্না ছাগলের, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: প্রায় প্রতিদিনই ফেসবুক-ইনস্টাগ্রাম-টুইটার সহ সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে হাজার হাজার ভিডিও ভাইরাল হতে থাকে। পাশাপাশি, সেগুলিকে দেখতে পাল্লা দিয়ে ভিড়ও জমান নেটিজেনরা। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি দেখামাত্রই তা স্পর্শ করে মনের মণিকোঠাকে। শুধু তাই নয়, ওইসব ভিডিও দেখে রীতিমতো চোখে জল আসে সকলেরই। আর সেকারণেই ভিডিওগুলি তীব্র ভাইরাল হয়ে পৌঁছে যায় সকলের কাছে।

সম্প্রতি ঠিক সেইরকমই এক ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক অবলা প্রাণীর মর্মস্পর্শী দৃশ্য উপস্থাপিত হয়েছে। কুরবানির জন্য বিক্রি হওয়ার আগে নিজের মালিকের কাঁধে শেষবারের মত মাথা রেখে রীতিমতো কাঁদতে দেখা গেল এক ছাগলকে। ঘরে ফেরার যে আর সুযোগ নেই এটুকু আঁচ করতে পেরেই মালিকের কাছে যেন সবটুকু উজাড় করে দিয়ে মনের কষ্ট বোঝাতে থাকে ছাগলটি। আর সেই দৃশ্যই চোখের কোন ভিজিয়েছে নেটিজেনদের।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বখরি ঈদ পালন করেছেন। মূলত, ওই বিশেষ দিনে কুরবানির রেওয়াজ রয়েছে। ওই কারণে অনেকেই বছরের পর বছর ছাগল পালন করে তারপর সেটি কুরবানি দিয়ে থাকেন। পাশাপাশি, অনেকে আবার লক্ষ লক্ষ টাকা মূল্যের ছাগল কিনেও কুরবানি দেন। আর ঠিক সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে।

মালিকের কাঁধে মাথা রেখে কাঁদছে ছাগলটি:
মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি বড় ছাগলকে ঘিরে বেশ ভিড় পরিলক্ষিত হয়েছে। সেটিকে বিক্রির জন্য একটি বাজারে নিয়ে আসা হয়েছিল। এমতাবস্থায়, যখন ওই ছাগলের মালিকটি বিক্রির ব্যাপারে লেনদেন করছিলেন তখন ছাগলটি রীতিমতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। এমনকি, একটা সময়ে সে তার মালিকের কাঁধে মাথা রেখে নিরন্তর কেঁদে চলে। যা দেখে অবাক হয়ে যান সেখানে উপস্থিত সকলেই।

https://youtu.be/abpo1TZTlaw

ভিডিওটি দেখে নেটিজেনরা আবেগাপ্লুত হয়ে পড়েছেন:
এদিকে, স্বাভাবিকভাবেই ওই মর্মস্পর্শী ভিডিও দেখে আবেগাপ্লুত হয়েছেন নেটাগরিকরা। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যাও। তবে, এই ভিডিওটি ঠিক কোথাকার সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এছাড়াও, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। সর্বোপরি, অবলা প্রাণীদেরও যে অনুভূতি রয়েছে এবং তারাও যে প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় গভীর ব্যথা অনুভব করে সেটাই যেন স্পষ্ট হয়ে গিয়েছে ভিডিওটিতে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর