বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। বিদেশের মাটিতে পরপর কয়েকটা সিরিজ জয়ের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তুলনামূলকভাবে অনভিজ্ঞ দল নিয়ে সিরিজ বাঁচিয়েছে তারা। এখন ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ান ডে সিরিজেও ১-০ ফলে লিড নিয়েছে রোহিত শর্মার দল। আজকের সূর্য দক্ষিণ আফ্রিকা সফরে ৩-০ হলে হারতে হয়েছিল তাদের।
কিন্তু এটা শুনে সকলকেই আশ্চর্য হতে হবে যে ভারতের এই সাফল্যে বিরাট কোহলির বলতে গেলে কোনও অবদানই নেই। বেশ কিছু ম্যাচে তিনি অংশগ্রহণই করেননি। যে ম্যাচগুলিতে তিনি মাঠে নেমেছিলেন, সেই ম্যাচগুলোতেও তিনি নিজের পরিচিত ছন্দে ছিলেন না। অথচ একসময় বিরাটের খারাপ পারফরম্যান্স সত্ত্বেও ভারত দুর্দান্ত পারফরম্যান্স করছে, এমনটা ভাবাই যেত না।
এই অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, “আন্তর্জাতিক পর্যায়ে বিরাটের পরিসংখ্যানই বিরাটের প্রতিভার পরিচয়। হ্যাঁ ও একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ও নিজেও সেটা জানে। ওকে নিজেকেই এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে। গত ১২-১৩ বছর ধরে ও যেটা করে এসেছে সেটাই ওকে আবারও করতে হবে।”
যদিও ফের কবে বিরাট কোহলিকে মাঠে দেখা যাবে তা নিয়েই নিশ্চিত নন কেউ। শোনা যাচ্ছে আজকের ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা কম। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি বিশ্রামে থাকছেন। খুব সম্ভবত এশিয়া কাপ প্রতিযোগিতায় ব্যাট হাতে ফিরতে দেখা যাবে কোহলিকে। সাম্প্রতিক অতীতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি মাত্র ১২ রান করেছেন।