বাংলাহান্ট ডেস্ক: একের পর এক বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে তৃণমূল (Trinamool Congress) সদস্যরা। কয়েক দিন আগে বিধায়ক নির্মল মাজি দাবি করেছিলেন, মা সারদা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রূপে পুনর্জন্ম নিয়েছেন। সে বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার মুখ্যমন্ত্রীকে দেবী অন্নপূর্ণার সঙ্গে তুলনা করলেন সবুজ শিবিরের তারকা সদস্য সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
বুধবার উত্তর ২৪ পরগণার হাড়োয়ায় দলীয় সভা ডাকা হয়েছিল উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী। মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে আক্রমণ শানাতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে মা অন্নপূর্ণার সঙ্গে তুলনা করে বসেন।
এদিন সায়নী বলেন, মা অন্নপূর্ণার মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাংলার মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কথা ভাবেন। বাংলার মানুষ যাতে দুধে ভাতে থাকেন, সেটাই চান মুখ্যমন্ত্রী। এ রাজ্যের বাসিন্দাদের বিপদে আপদে নরেন্দ্র মোদী বাঁচাতে আসেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকেন সবসময়।
সায়নী অভিযোগ করেছেন, বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয়নি। তাই বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে এ রাজ্যের বাসিন্দাদের বঞ্চিত করে রেখেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের সরকার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে বলেও অভিযোগ করেন সায়নী।
নব নির্মিত সংসদ ভবনের অশোক স্তম্ভ নিয়ে বিতর্কের রেশ জিইয়ে রেখেছেন সায়নী। তাঁর কথায়, বাংলার মানুষকে বঞ্চিত রেখে প্রধানমন্ত্রী ৪ হাজার কোটি টাকার প্লেন, ২০ হাজার কোটি টাকার অশোক স্তম্ভ বানাচ্ছেন। তবে এসব করে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা যাবে না বলেই স্পষ্ট মন্তব্য করেন সায়নী।
দেবী অন্নপূর্ণার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন সায়নী। কিছুদিন আগে নির্মল মাজির মা সারদা মন্তব্যে বিতর্কের স্মৃতি ফিরিয়েছেন তিনি। সেবার ক্ষোভ এতটাই চড়েছিল যে নাম না করে বিধায়ককে ভর্ৎসনা করেছিল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। শুধু তাই নয়। তারপর বাগদার বিধায়ক মুখ্যমন্ত্রীকে রাণী রাসমণির সঙ্গেও তুলনা করেছিলেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার