কলকাতা স্টেশনের পাশে বাউল শিল্পীকে ব্লেড দেখিয়ে ধর্ষণ! ধামাচাপা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ ধর্ষণের (Rape) বিরুদ্ধে একের পর এক কঠোর আইন নিয়ে আসা হলেও বর্তমানে গোটা দেশজুড়ে অপরাধ কমার নাম নেই। বরং বড় বড় শহরে এ সকল কাণ্ড ক্রমশ বেড়েই চলেছে। এবার খাস কলকাতার (Kolkata) বুক থেকে এক বাউল শিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনার কেন্দ্রস্থল উল্টোডাঙা (Ultodanga) থানা অন্তর্গত কলকাতা স্টেশনের নিকটবর্তী একটি স্থান। মধ্যবয়সী এক মহিলাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে স্থানীয় থানায় এই প্রসঙ্গে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। এর মাঝে আবার পুলিশের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠে এসেছে।

গত মঙ্গলবার ডালপট্টি থেকে নিজের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন ওই বাউলশিল্পী মহিলা। পরবর্তীতে রাতের দিকে এক যুবক তার ওপর চড়াও হয় এবং এরপর ব্লেড দেখিয়ে তার ওপর নির্যাতন করা হয় বলে অভিযোগ।

গোটা ঘটনা প্রসঙ্গে বছর চল্লিশের ওই মহিলা জানান, “আমি সরকারি অনুদানপ্রাপ্ত একজন বাউলশিল্পী। গত মঙ্গলবার ডালপট্টি থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলাম। কলকাতা স্টেশনের নিকট যখন পৌঁছাই, তখন বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল। বৃষ্টি পড়ে চলেছিল প্রচণ্ড গতিতে। সেই কারণে একটি শেডের তলায় দাঁড়িয়ে ছিলাম। ওই সময় এক যুবক এসে আমার মুখ চেপে ধরে এবং পরে ব্লেড ধরে ভয় দেখাতে থাকে। এরপরে ও আমার সাথে নির্যাতন চালায় এবং আমার থেকে একটি সোনার অলংকারসহ আড়াই হাজার টাকা চুরি করে পালায়।”

rape 4 1

পুলিশ সূত্রে খবর, পরবর্তীতে অজ্ঞান হয়ে যায় মহিলাটি এবং এর পরে জ্ঞান ফিরলে উক্ত স্থান থেকে কোন মতে বাড়ি ফিরে আসে সে। এরপরই স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ওই বাউলশিল্পী। তবে এরপরেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় এক কংগ্রেস নেতার দাবি, “অভিযোগ দায়ের করার সময় নির্যাতিতা মহিলাকে টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার নির্দেশ দেয় পুলিশ।” সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে প্রশাসন এবং অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে তারা।


Sayan Das

সম্পর্কিত খবর