বাংলা হান্ট ডেস্ক: রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নথি এবং শংসাপত্র থাকা অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি, চালকদের (Drivers) নিরাপত্তার কথা মাথায় রেখেও হেলমেট কিংবা সিটবেল্ট পরার মত বিষয়গুলির ওপর বারংবার জোর দেওয়া হয়। যদিও, অনেকেই এইসব নিয়মের তোয়াক্কা না করেই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তবে, এবার তাঁদের সতর্ক হওয়ার দিন এগিয়ে এসেছে।
এমনিতেই, আমরা গাড়ি কিংবা মোটরসাইকেল নিয়ে কোথাও বেরোলে কর্তব্যরত পুলিশকর্মীরা সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র এবং প্রয়োজনীয় নথি খতিয়ে দেখেন। মূলত, নিরাপত্তার দিকটি মাথায় রেখেই এই কাজ করা হয়। এমনকি, কোনো গোলযোগ থাকলে কাটা হয় চালানও। এমতাবস্থায়, এবার গাড়ি চালক তথা মালিকদের জন্য আরও কঠোর নিয়ম আসতে চলেছে। জানা গিয়েছে, এবার গাড়ির সঠিক পলিউশন সার্টিফিকেট না দেখাতে পারলে ১০ হাজার টাকার জরিমানা এবং ৬ মাসের জেল পর্যন্ত হতে পারে। ইতিমধ্যেই, দিল্লি সরকার এই গাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে।
জানা গিয়েছে, সরকার এমন ব্যক্তিদের নোটিশ পাঠাতে শুরু করেছে, যেখানে তাঁদের গাড়ির পলিউশন সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে অথবা জরিমানার জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে এমন ১৭ লক্ষ যানবাহন রয়েছে, যেগুলির কোনো পলিউশন সার্টিফিকেট নেই। এগুলির মধ্যে ১৩ লক্ষ মোটরসাইকেল এবং ৩ লক্ষ গাড়ি রয়েছে।
গাড়ি মালিকদের এসএমএস পাঠানো হয়েছে: এই প্রসঙ্গে কর্মকর্তারা জানিয়েছেন যে, পলিউশন সার্টিফিকেট তৈরি করার জন্য ইতিমধ্যেই ১৪ লক্ষ গাড়ির মালিককে এসএমএস পাঠানো হয়েছে। অন্যথায় তাঁদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। তবে, আধিকারিকরা আরও জানিয়েছেন যে, এই সার্টিফিকেট কেবল সেই সমস্ত গাড়ির জন্য প্রয়োজনীয় যেগুলি বর্তমানে রাস্তায় চলছে। এমতাবস্থায়, যে সমস্ত গাড়ি রাস্তায় চলাচল করে না সেক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য আইনগত বিধান রয়েছে। যদিও, সার্টিফিকেট ছাড়া ওই গাড়ি আবার রাস্তায় চলাচল করলে জরিমানা করা হবে।
১০ হাজার টাকার জরিমানা ও জেল: মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী, পলিউশন সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে ১০ হাজার টাকার জরিমানা অথবা ৬ মাসের জেল হতে পারে। এছাড়াও, একইসাথে জেল এবং জরিমানাও হতে পারে। মূলত, পলিউশন সার্টিফিকেটের ফলে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলি দূষণের মান অনুসারে সঠিক রয়েছে কিনা তা যাচাই করা সম্ভব হয়।