বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল একুশে জুলাই আর তার পূর্বে একাধিক চমক দেওয়া হতে চলেছে বলে মন্তব্য প্রকাশ করেন তৃণমূল (Trinamool Congress) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আর সেই মন্তব্যকে সঠিক প্রমাণ করে এদিন কলকাতা (Kolkata) শহরে নীল-সাদা অটো তার যাত্রাপথের সূচনা করলো। তৃণমূল কংগ্রেসের আমলে বিগত বেশ কয়েক বছর ধরে গোটা বাংলা জুড়ে নীল সাদা রংয়ের আধিপত্য দেখা যায় আর এবার অটোতেও ছোঁয়া লাগলো এই রংয়ের এদিন শহরজুড়ে দুটি অটো তাদের প্রথম যাত্রা শুরু করল। পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধাও পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
এদিন নীল-সাদা অটোর উদ্বোধন করে পরিবহন মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, “লিথিয়াম ব্যাটারি চালিত এই ধরনের অটোগুলি হরিয়ানায় তৈরি করা হয়েছে। আবার এ ধরনের ব্যাটারি আমাদের সিঙ্গুরের হিমাদ্রি কেমিক্যাল কারখানায় বানানো। এক্ষেত্রে বসার জায়গা আগের তুলনায় অনেক বড় করা হয়েছে, যা যাত্রীদের স্বস্তি দেবে।”
উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই নীল-সাদা রং-এ ছেয়ে গিয়েছে গোটা বাংলা আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় রং মিশে গেল অটোর সঙ্গেও। জানা গিয়েছে, সাধারণ অটোগুলির ন্যায় নীল-সাদা অটো থেকে কার্বন বের হবে না। ফলে তা পরিবেশের জন্য উপযুক্ত হওয়ার পাশাপাশি পেট্রোল ও ডিজেল ছাড়াই চলবে এ যান। ফলে বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে যেভাবে মাথায় হাত পড়েছে মানুষের, সেক্ষেত্রে সুরাহা দেবে এ ধরনের অটোগুলি।
পাশাপাশি ফিরহাদ হাকিম জানান, “স্বল্প সুদের ঋণে ক্রয় করা যাবে নীল-সাদা অটো। আপাতত এগুলি কলকাতার উত্তর এবং দক্ষিণে চালানো হতে চলেছে। পরবর্তীতে সংখ্যায় ধীরে ধীরে বৃদ্ধি ঘটানো হবে।”