মোদী এবং যোগীকে দেখে মুসলিম থেকে হয়েছেন হিন্দু! এখন প্রাণনাশের হুমকি পেয়ে বিপাকে বৃদ্ধ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ধর্মীয় উষ্কানিমূলক ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে। যেগুলির পরিপ্রেক্ষিতে হইচই পড়ে গিয়েছে সমগ্ৰ দেশে। ঠিক সেই আবহেই এবার নিজের ধর্ম পরিবর্তন করে চরম বিপাকে পড়েছেন এক বৃদ্ধ। শুধু তাই নয়, অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর পরিবারের লোকজনেরাও প্রাণনাশের হুমকি পাচ্ছেন। যাঁর ফলে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন ওই বৃদ্ধ।

জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশের ফতেপুর সদরের কোতোয়ালি প্যাটেল নগরের বাসিন্দা ওই বৃদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। মূলত, রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী জামিল আহমেদ নামের ওই ব্যক্তি হনুমান মন্দিরে সমস্ত রীতিনীতি মেনে হিন্দু ধর্ম গ্রহণ করেন।

জানা গিয়েছে, হিন্দু মহাসভার লোকজন জামিলকে ধর্মান্তরিত করেন। হনুমান মন্দিরে শুদ্ধিকরণের পর তিনি নিজের নামও পরিবর্তন করেছেন। এদিকে, এই ঘটনার পরেই তিনি তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি, ওই বৃদ্ধ বলেন যে, তাঁকে প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে।

কেন নিলেন এমন সিদ্ধান্ত: এদিকে, এই ধর্মান্তরিত হওয়ার প্রসঙ্গে তিনি জানান, “আমি একজন শিক্ষিত ব্যক্তি। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সমস্ত ধর্ম সম্পর্কে বিশদে জানার চেষ্টা করেছি। তারপরেই আমি বুঝতে পারি যে, একমাত্র সনাতন ধর্মই হল এমন একটি ধর্ম যা সবাইকে নিয়ে চলতে পারে। এছাড়াও, এখানে শান্তি ও অহিংসার বাণীও রয়েছে। আমি নিজে অত্যন্ত শান্তপ্রিয় মানুষ। তাই, আমি কখনোই হিংসা চাইনা। কিন্তু, ইসলাম ধর্মে বিভিন্ন হিংসাত্মক ঘটনা দেখেছি। আর সেইজন্যই আমি এই সিদ্ধান্ত নিই।”

পরিবারের ছিলনা আপত্তি: তিনি আরও বলেন, “আমার পরিবারে এই সিদ্ধান্তের জেরে কেউ কোনো আপত্তি করেনি। আমার সন্তানেরাও আমাকে কোনো চাপ দেয়নি। বরং, তারা এই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছে।”

মিলছে প্রাণনাশের হুমকি: এদিকে, ধর্মান্তরিত হওয়ার পরেই ওই বৃদ্ধকে এবং তাঁর পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার পরিবারের সকলের ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে। আমার স্ত্রী, সন্তান, নাতি-নাতনি সকলেই এর শিকার হচ্ছেন। আমার স্ত্রীর শারীরিক অবস্থা ভেঙে পড়েছে।”

WhatsApp Image 2022 07 21 at 6.24.30 PM 2

প্রধানমন্ত্রী এবং আদিত্যনাথকে দেখে মিলেছে অনুপ্রেরণা: যদিও, সংবাদমাধ্যমের সাথে কথোপকথনের সময় ওই বৃদ্ধ জানান, “প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে আমি প্রভাবিত হয়েছি। আমি মোদীজির বিরাট ভক্ত। এমন একজন প্রধানমন্ত্রী ভারত পেয়েছে, আমি ওনার সমস্ত কাজে অনুপ্রাণিত হই। ওনাকে প্রণাম জানাই।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর