‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা’, গান গেয়ে মুখ‍্যমন্ত্রীকে মঞ্চে স্বাগত জানালেন নচিকেতা

বাংলাহান্ট ডেস্ক: মেঘলা আকাশ, বৃষ্টিও হওয়ার কথা ছিল। তা সত্ত্বেও সাজো সাজো রব ছিল ২০ জুলাই থেকেই। ২১ জুলাই তৃণমূলের (Trinamool Congress) শহিদ দিবস উপলক্ষে বড়সড় মঞ্চ বানানো হয়েছিল। সেই মঞ্চেই অনুষ্ঠান চলাকালীন ঝেঁপে নামল বৃষ্টি। মঞ্চের সামনে জড়ো হওয়া জনতা তখন বৃষ্টি থেকে মাথা বাঁচাতে ব‍্যস্ত। অদ্ভূত ভাবে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee) মঞ্চে ওঠার সময়েই তুমুল বৃষ্টি থেমে গিয়ে ছিঁটেফোটায় এসে ঠেকেছে। নিজের জনপ্রিয় গান দিয়ে তাঁকে স্বাগত জানান নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)।

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় যখন মঞ্চে উঠছেন তখন বৃষ্টি বন্ধ, আকাশ মেঘলা। পরিস্থিতির সঙ্গে মিল রেখে নচিকেতা গেয়ে ওঠেন, ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি’। দু লাইন গান গাওয়ার পরেই নিজের বক্তব‍্য শুরু করেন মুখ‍্যমন্ত্রী।

Nchiketa
একুশের মঞ্চে দেখা মিলল অনেক বেশ কয়েকজন শিল্পী, তারকাদের। ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন, সৌমিত্র রায়, অভিনেতা গৌতম মুখোপাধ‍্যায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা, দেব, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, সায়নী ঘোষ, সোহিনী সেনগুপ্ত, সৌরভ সাহা, সোনামণি সাহা সহ আরো অনেকেই।

এদিন দেবকে ‘বাহুবলী’ বানিয়ে রান্নার গ‍্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করেন মুখ‍্যমন্ত্রী। ডোমজুড় থেকে আসা এক তৃণমূল কর্মীর তৈরি গ‍্যাস সিলিন্ডারের রেপ্লিকা নজর কাড়ে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের। সঙ্গে সঙ্গে সেটাকে মঞ্চে তোলার নির্দেশ দেন তিনি। ডেকে নেন সাংসদ অভিনেতা দেবকে। তাঁকে নির্দেশ দেন রেপ্লিকাটি তুলে ধরতে।

দেব সেটা কাঁধে নিয়ে দাঁড়াতে মুখ‍্যমন্ত্রী কেন্দ্রের উদ্দেশে কটাক্ষ করেন, গ‍্যাস সিলিন্ডার দেবের উচ্চতার সমান হয়ে গিয়েছে। ক্রমাগত গ‍্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মধ‍্যবিত্তের নাভিশ্বাস উঠছে। এর আগে একাধিক বার জ্বালানির মূল‍্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মেয়র ফিরহাদ হাকিমের স্কুটারের পেছনে বসে অভিনব প্রতিবাদ করেছিলেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর