বাংলা হান্ট নিউজ ডেস্ক: শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভালোই বোলিং করেছেন শার্দুল ঠাকুর। কিছুটা রান খরচ করলেও দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি। পাটা পিছে যেখানে ব্যাটাদের ব্যাটিং করতে কোন অসুবিধা তেমন ভাবে দেখা যায়নি সেখানে তার এই বোলিং আকাশ চোপড়ার প্রশংসা কুড়িয়েছে। কাল বল হাতে কাইল মেয়ার্স এবং বক্সের ১১৭ রানের জুটি ভেঙে ভারতকে সফলতা এনে দিয়েছিলেন তিনি।
প্রশংসা করে আকাশ চোপড়া বলেছেন যে মেডেল অর্ডারে ভারতীয় দলের যখন একটি বড় পার্টনারশিপ ভাঙার দরকার পড়ে তখন শার্দুল ঠাকুরের বোলিং খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গতকাল আকাশ চোপড়ার মতে শার্দুল ঠাকুরের পরপর ব্রুকস এবং মেয়ার্সের উইকেট তোলার ঘটনাই ভারতীয় দলের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।
আকাশ চোপড়া আরো জানিয়েছেন যে শার্দুল ঠাকুর হয়তো একটু বেশি রান খরচ করতে পারেন কিন্তু তার মিডিল ওভারে এইরকম গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভাঙার ক্ষমতা ভারতীয় দলের ভবিষ্যতে কাজে আসতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শার্দুল ঠাকুরের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। কিন্তু পরের বছর ওয়ানডে বিশ্বকাপের দলে শার্দুল ঠাকুর নিজের পারফরম্যান্স দেখিয়ে জায়গা করে নিলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রাক্তন কিউয়ি তারকা স্কট স্টাইরাস বলেছিলেন যে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুরের চেয়ে অনেকটাই এগিয়ে। তার কথার সঙ্গে কেউই হয়ত দ্বিমত হবেন না। কিন্তু হার্দিক পান্ডিয়া চোট পেয়ে বাইরে বসতে হলে তার এই মুহূর্তে সবচেয়ে যোগ্য উত্তরসূরী হচ্ছেন শার্দুল ঠাকুর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ব্যাট হাতেও তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন একাধিকবার। তার বোলিংয়ের ইকোনমি রেট কিছুটা নিচের দিকে নেমে এলে হার্দিক পান্ডিয়ার একজন যোগ্য বিকল্প পেয়ে যাবে ভারত।