বাংলা হান্ট ডেস্ক: ভবিষ্যতের সুরক্ষার কথা ভেবে প্রায় প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেন। যদিও, বর্তমান সময়ে বাজারে একাধিক বিনিয়োগের বিকল্প থাকলেও তাতে ঝুঁকির একটা বিষয় থেকে যায়। এমতাবস্থায়, বিনিয়োগকারীদের কাছে প্রথম পছন্দ হল LIC (Life Insurance Corporation of India)। কারণ, বছরের পর বছর ধরে গ্রাহকদেরকে সঠিক পরিষেবা দিয়ে আসছে এই সংস্থা। শুধু তাই নয়, বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে বিভিন্ন নিত্য-নতুন পরিকল্পনাও নিয়ে আসে LIC।
এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই সংস্থার একটি নতুন পলিসির বিষয়ে আপনাদের জানাবো। যা নিঃসন্দেহে বিনিয়োগকারীদের কাছে একটি দুর্দান্ত বিকল্প হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি, গত মাসেই এই পলিসিটি চালু করেছে LIC। যার নাম হল ধন সঞ্চয় প্ল্যান (LIC Dhan Sanchay Plan)।
মূলত, ধন সঞ্চয় প্ল্যান হল একটি নন-লিঙ্কড, অংশগ্রহণকারীবিহীন বীমা পরিকল্পনা। এটি বিনিয়োগকারীদের সুরক্ষার পাশাপাশি একাধিক সুবিধা প্রদান করে। সর্বোপরি, এই পলিসিতে মেয়াদপূর্তির তারিখ থেকে অর্থপ্রদানের সময়কাল পর্যন্ত গ্যারান্টিযুক্ত ইনকাম বেনিফিট এবং গ্যারান্টিযুক্ত ইনকাম বেনিফিটের শেষ কিস্তির সাথে এটি গ্যারান্টিযুক্ত টার্মিনাল সুবিধাও প্রদান করে।
৫ থেকে ১৫ বছরের জন্য নেওয়া যেতে পারে: LIC-র ধন সঞ্চয় পরিকল্পনাটি ৫ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ বছরের জন্য নেওয়া যাবে। এই পলিসিটি নির্দিষ্ট আয় সুবিধা প্রদান করে। এছাড়াও, LIC ধন সঞ্চয় প্ল্যানে লোনের সুবিধাও পাওয়া যায়। পাশাপাশি, এর মাধ্যমে পলিসি অব্যাহত থাকার সময় জীবন বীমাকারী ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পলিসিতে মোট চারটি প্ল্যান রয়েছে: LIC Dhan Sanchay Plan-এর অধীনে LIC মোট চার ধরনের প্ল্যান চালু করেছে। সেগুলির মধ্যে A এবং B প্ল্যানের অধীনে, ৩,৩০,০০০ টাকার একটি সাম অ্যাসিয়র্ড দেওয়া হয়। পাশাপাশি, প্ল্যান C-র অধীনে, ২,৫০,০০ টাকার ন্যূনতম নিশ্চিত কভার দেওয়া হবে। এছাড়া, প্ল্যান D-র অধীনে ২২,০০,০০০ টাকার একটি নিশ্চিত কভার পাওয়া যাবে। যদিও, এই প্ল্যানগুলির জন্য সর্বাধিক প্রিমিয়াম সীমা নির্দিষ্ট করা হয়নি। তবে, পলিসি নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ৩ বছর। এদিকে, বিকল্প A এবং বিকল্প B-তে সর্বোচ্চ বয়স হল ৫০ বছর। পাশাপাশি, বিকল্প C-তে ৬৫ বছর এবং বিকল্প D-তে সর্বোচ্চ বয়স ৪০ বছর রাখা হয়েছে।
আপনি যত বছর প্রিমিয়াম দেবেন, তত বছর উপার্জন করবেন: এই পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার মেয়াদ রয়েছে ৫ বছর থেকে শুরু করে ১০ বছর এবং ১৫ বছর পর্যন্ত। অর্থাৎ, যত বছর প্রিমিয়াম দেওয়া হবে, তত বছরের জন্য আয় জমা হতে থাকবে। আপনি যদি ১০ বছরের জন্য প্রিমিয়াম জমার পরিকল্পনা নেন, তাহলে আপনি ভবিষ্যতে ১০ বছরের জন্য নিয়মিত আয় পেতে থাকবেন। এমতাবস্থায়, এই পলিসির জন্য সর্বনিম্ন প্রিমিয়াম হল বার্ষিক ৩০,০০০ টাকা। যেখানে সর্বোচ্চ প্রিমিয়ামের কোনো সীমা নেই৷ এদিকে, পলিসি চলাকালীন অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে, ন্যূনতম ২.৫ লক্ষ টাকার সাম অ্যাসিয়র্ড পাওয়া যাবে এবং সর্বাধিক ২২ লক্ষ টাকা পর্যন্ত মিলতে পারে।