বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগে একটি খবরে নড়েচড়ে বসেছিলেন দর্শকরা। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai) নাকি শেষ হতে বসেছে। এমনিতেই কয়েক সপ্তাহ ধরে বেশ পিছিয়ে রয়েছে মিঠাই। বাংলা সেরার তকমা ফিরে পাওয়া তো দূরের কথা, প্রথম পাঁচ থেকে ছিটকে যেতে বসেছে মিঠাই। এর মাঝেই এমন খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল দর্শক মহলে।
আসলে সবটাই শুরু হয় মিঠাই এর নতুন প্রোমো দিয়ে। রুদ্র নীপার বিয়ের রিসেপশনের মাঝেই জেল ফেরত ওমি আগরওয়ালের গুলি গিয়ে লাগে মিঠাইয়ের শরীরে সিডকে বাঁচাতে গিয়ে নিজে বন্দুকের সামনে চলে আসে মিঠাই। প্রোমো দেখেই চিন্তায় দর্শকরা। মিঠাই কি মারা যাবে? নায়িকার মৃত্যু হওয়া মানে তো সিরিয়ালই শেষ।
আগামী ২৮ অগাস্টই নাকি মিঠাই এর শেষ সম্প্রচার হবে। পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস অবশ্য আশ্বাস দিয়েছেন, একদিন না একদিন তো মিঠাইকেও বিদায় জানাতে হবেই। কিন্তু সে দিনটা ২৮ অগাস্ট নয়। পরিচালক বলছেন, নায়িকা গুলি খেয়েছে মানেই যে সিরিয়াল শেষ এর কোনো মানে নেই।
আসলে দর্শকরা মিঠাইয়ের সঙ্গে বেশি করে জড়িয়ে পড়ছেন তাই ভয়ে ভয়ে থাকছেন কখন কী হয়। টিআরপি তালিকায় মিঠাই সেরা না হতে পারলে আক্ষেপটাও সেই জন্যই। চিরদিন একটাই সিরিয়াল যে বাংলা সেরা হবে এমনটা তো সম্ভব নয়।
এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ ওরফে আদৃত রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, মিঠাই শেষ হওয়ার গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি চলছে সেটা তিনিও জানেন। কিন্তু পুরো ব্যাপারটাকেই ভুয়ো বলে উড়িয়ে দিয়ে আদৃত বলেন, এর আগেও একবার এমন পরিস্থিতি হয়েছিল যখন সিডের দুর্ঘটনার প্রোমো বেরিয়েছিল।
কিন্তু ওই প্রোমোতেই রিকি দ্য রকস্টারকে দেখানোয় অতটা জল্পনা হয়নি। কিন্তু এখানে যেহেতু মিঠাইয়ের গুলি লাগার পর কী হয় তা জানা যায়নি তাই রটনা বেশি হচ্ছে। তবে আদৃত বলেন, মিঠাই শেষ হচ্ছে না। বরং নতুন নতুন আরো চমক আসছে যা দর্শকদের ভাবতে বাধ্য করবে।