‘স্বার্থরক্ষায় কারও হত্যা পর্যন্ত করতে পারে মমতা’ মুখ্যমন্ত্রীকে বিস্ফোরক উক্তি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) মামলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি প্রসঙ্গে গতকাল অবশেষে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরোধীদের কদর্য আক্রমণ মাঝে গতকাল রনংদেহি মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী আর এবার তাঁর বক্তব্যের পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর দাবি, “মুখ্যমন্ত্রীকে এবার একটা মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হোক।” ফলে শাসক বনাম বিরোধী দ্বন্দ্বে ক্রমশই যে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, তা বলাবাহুল্য।

গত শনিবার স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়। এরপর থেকেই এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ শানিয়ে যায় বিরোধী দলগুলি। গতকাল নজরুল মঞ্চ থেকে সেই প্রসঙ্গটিকে হাতিয়ার করেই বিরোধীদের কটাক্ষ ছুঁড়ে দেন মমতা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমাদের দল আদর্শের। আমরা কখনোই অপরাধীকে সমর্থন করি না আর করব না। আমি আজ পর্যন্ত কারোর টাকায় খাইনি। রেলমন্ত্রী থাকাকালীন নিজের টাকায় চা খেয়েছি। কিন্তু বিরোধীরা যেভাবে আমার বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে চলেছে, তা অনুচিত।”

পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় উঠে আসে গত বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ। তিনি জানান, “২০২১ সালে বিধানসভা নির্বাচনকে ঘিরে যেভাবে গোটা দেশ আমাদের হারাতে তৎপর হয়ে উঠেছিল, তা সকলের মনে আছে। আমার পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল।” মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ শানালেন। শুভেন্দুর দাবি, “মুখ্যমন্ত্রী নিজের এবং ‘ভাইপো’ অভিষেকের স্বার্থ রক্ষা করার জন্য কোন মানুষের হত্যা পর্যন্ত করতে পারেন। নিজেদের স্বার্থ রক্ষা করাই তাঁর প্রধান লক্ষ্য।”

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা প্রসঙ্গে বিজেপি নেতা জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, ওর নাকি পা ভেঙে গিয়েছিল। আমি চ্যালেঞ্জ করছি, আগে এক্সরে প্লেটটা দেখান। তাছাড়া বিধানসভার সময় বাংলায় সব কেন্দ্রে নিজেকে প্রার্থী হিসেবে দাবি করেছিলেন মমতা। তাই এখন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির দায় ওকেই নিতে হবে।”

Suvendu Adhikari

পরবর্তীতে তিনি বলেন, “নন্দীগ্রামে আমার পরিবারের ওপর একের পর এক আক্রমণ করেছিলেন উনি। তা সত্ত্বেও ওকে আমি হারাই আর এখন বলছে গোটা দেশ নাকি হারাতে উঠে পড়ে বসেছিল। আমার মনে হয়, মমতাকে এক্ষুনি একটি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত।”

Sayan Das

সম্পর্কিত খবর