ফেরত পাঠিয়ে দিলেন বিধানসভার গাড়ি, এবার কী মন্ত্রিত্ব ছাড়ছেন পার্থবাবু? জোর জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্ক যেন পিছু ছাড়ার নামই নেই। যে গাড়িতে করে দশ বছরের ওপরে সময় ধরে বাংলার বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করতেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), এদিন হঠাৎ সেই গাড়িটি ঢুকে পড়লো বিধানসভা চত্বরে। এ প্রসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে, যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে রয়েছেন, তখন তাঁর গাড়ি কি করে পৌঁছে গেল বিধানসভায়? তবে সূত্রের খবর, বিধানসভার পক্ষ থেকে দেওয়া গাড়িটি বর্তমানে ফিরিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এরপরেই জল্পনা উঠতে শুরু করে, তবে কি মন্ত্রিত্ব পদ ছেড়ে দিতে চলেছেন পার্থ?

প্রসঙ্গত, ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর পরিষদীয় দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের ওপর। আইন অনুযায়ী, এরপর থেকেইব বিধানসভার গাড়ি (WB 10 0006) নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এদিন আচমকাই সেটি বিধানসভার গ্যারেজে ঢুকে পড়ার পর থেকে বিস্তর জল্পনার সৃষ্টি হয়। পরবর্তীতে বিধানসভার তরফ থেকে কেউ কোনো রকম মন্তব্য না করলেও প্রশ্ন উঠতে শুরু করে যে, পরিষদীয় মন্ত্রী হিসেবে যে গাড়ি তুলে দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে, তা কেন ফেরত দিলেন তিনি? তবে কি মন্ত্রিত্ব পদ ছাড়তে চলেছেন তিনি? এমনকি, আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক চলাকালীন এ প্রসঙ্গে দলের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, সে প্রসঙ্গেও উঠে গিয়েছে প্রশ্নচিহ্ন।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি অর্থ, একাধিক সোনা গয়না ও মোবাইল ফোন উদ্ধার করে ইডি। এরপরই অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থকে গ্রেফতার করে তারা। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে জানানো হয়, “কেউ যদি দোষী প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে দলগত এবং সরকারি ভাবে ব্যবস্থা নেওয়া হবে।” তবে এক্ষেত্রে যদি পার্থর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদে নামা হবে বলেও জানায় তারা।

Untitled design 54 2

তবে, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখার ফলে দলীয় নেতৃত্বের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয় আর এর মাঝেই পরিষদীয় মন্ত্রী হিসেবে পাওয়া গাড়ি ফেরত দেওয়ার মাধ্যমে কি বার্তা দিলেন পার্থ, সে বিষয় নিয়েই বর্তমানে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।

Sayan Das

সম্পর্কিত খবর