অঞ্জন দত্তের পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করবেন রূপঙ্কর! নেটনাগরিকের পরামর্শ, ‘আয়নায় মুখটা দেখে আসুন’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কেকে বিতর্ক এখন অতীত। একটু একটু করে নিজের জায়গা ফেরত পাওয়ার চেষ্টা করছেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। এখনো অবশ‍্য নেটিজেনরা রুষ্ট গায়কের উপরে। নতুন গান, মিউজিক ভিডিও যাই শেয়ার করুন না কেন, সবকিছুর জন‍্যই ট্রোল হন রূপঙ্কর। বলিউড গায়ককে অপমান করার খেসারত এখনো পর্যন্ত দিয়ে চলেছেন তিনি।

তবে ট্রোলের ভয়ে থেমে নেই রূপঙ্কর। নতুন নতুন কাজ করেই চলেছেন তিনি। অভিনয়ে অনেক দিন আগেই পা রেখেছেন রূপঙ্কর। এবার নিজের নতুন ওয়েব সিরিজের পোস্টার শেয়ার করলেন তিনি। পরিচালক অঞ্জন দত্তের আগামী সিরিজ ‘মার্ডার বাই দ‍্য সি’তে অভিনয় করছেন তিনি। তাঁর চরিত্রের নাম অরুণ রায়, পেশায় ফটোগ্রাফার।


ছবির গল্প বলছে, এক সম্ভ্রান্ত পরিবার পুরীতে ঘুরতে গিয়ে মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়। অজ্ঞাত আততায়ীর হাতে খুন হন পরিবারের কর্তা। খুনের তদন্তে নামেন মহিলা গোয়েন্দা অর্পিতা সেনের উপরে। তাঁর সহকারী স্বামী রাজা সেন। মহিলা গোয়েন্দার চরিত্রে দেখা যাবে অনন‍্যা চট্টোপাধ‍্যায়কে আর তাঁর সহকারী স্বামীর চরিত্রে দেখা যাবে খোদ অঞ্জন দত্তকেই। ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি।

রূপঙ্করের চরিত্রটি কীভাবে জড়িয়ে পড়ে মৃত‍্যু রহস‍্যের সঙ্গে তা এখনো জানা যায়নি। যদিও সোশ‍্যাল মিডিয়ায় ছবির প্রচার শুরু করে দিয়েছেন গায়ক। একটি সুটকেস হাতে আগেই ঘোষনা করেছিলেন, আগামী গন্তব‍্য পেয়ে গিয়েছন তিনি। সুটকেস বেঁধে তাই পুরী চলেছেন তিনি।

রূপঙ্করের লুক নিয়ে অবশ‍্য মিশ্র প্রতিক্রিয়া এসেছে নেটিজেনদের তরফে। কেউ কেউ রীতিমতো কটাক্ষ করেছেন গায়ককে। কারোর পরামর্শ, মুখটা গিয়ে আয়নায় দেখে আসুন। আবার কেউ তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যদিও অনেকেই ধীরে ধীরে রূপঙ্করের সমর্থনে মুখ খুলছেন।


রূপঙ্কর, অনন‍্যা এবং অঞ্জন ছাড়াও ওয়েব সিরিজে রয়েছেন অর্জুন চক্রবর্তী, পায়েল সরকার, সুমন্ত মুখোপাধ‍্যায়, তৃণা সাহা, নীল মুখোপাধ‍্যায়ের মতো তারকারা। হইচই ওয়েব প্ল‍্যাটফর্মে দেখা যাবে সিরিজটি।

সম্পর্কিত খবর

X