দ্বিতীয় T-20 ম্যাচে ভারতীয় দলে একটিই পরিবর্তন করবেন রোহিত শর্মা, বাদ পড়বেন এই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুর্দান্ত জয় পেয়েছিল শিখর ধাওয়ানের ভারত। যদিও ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হারলেও দুর্দান্ত লড়াই করেছিল। ভারতীয় দল ওয়ান ডে সিরিজে অনেক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিলেন যারা টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ফিরে এসেছে। তার ফলস্বরূপ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মারা ক্যারিবিয়ানদের ৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।

ভারতের এই জয়ে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গিয়েছিল। প্রত্যেক বোলার বল হাতে নিজের যোগ্যতা অনুযায়ী পারফরম্যান্স দেখিয়েছিলেন। দীর্ঘদিন পরে দলে ফেরা রবি ওপেন অশ্বিন, তারকা রবি বিশ্নই, তরুণ বাঁহাতি পেসার আর্ষদীপ সিং এবং অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার প্রত্যেকেই কৃপণ বোলিং করে উইকেট পেয়েছিলেন। ইংল্যান্ড সফরে ও ভারতীয় দল বোলিংয়ের দিকটি দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। এই সিরিজে দলে না থাকা যশপ্রীত বুমরার নেতৃত্বে ভারতীয় বোলিং লাইনআপ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করবে এমনটা আশা করাই যায়।

team india 5

কিন্তু ভারতীয় ব্যাটিং নিয়ে কিছুটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। দলে ঈশান কিষান থাকা সত্ত্বেও তিনটি উইকেট রক্ষক কে এক দলে রাখতে না সেই হয়তো ওপেনার হিসেবে সূর্যকুমার যাদব কে প্রথম ম্যাচে বেছে নিয়েছিলেন রোহিত। কিন্তু সূর্যকুমার যাদব ভালো শুরু করো বড় রান করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে একেবারেই নিজের সেরা ছন্দের ছিলেন না এই তারকা। অত দ্রুত সম্ভব টি-টোয়েন্টি ফরম্যাটে রানের ফিরতে চাইবেন তিনি। সমস্যা রয়েছে রিশভ পন্থকে নিয়েও। তার টি-টোয়েন্টি কেরিয়ারের সামগ্রিক এবং সাম্প্রতিক কোন পরিসংখ্যানই খুব একটা আশাপ্রদ নয়। বিরাট কোহলি এবং লোকেশ রাহুল যখন দলে ফিরবেন তখন দীনেশ কার্তিকের উপস্থিতিতে তার ভারতীয় দলের মূল একাদশে জায়গা হবে কিনা তা নিয়ে বড়োসড়ো প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়া ব্যাট করাতে ব্যর্থ হয়েছেন কিন্তু তিনি ফর্মেই আছেন। একটি ম্যাচের ব্যর্থতা দিয়ে তার ফর্ম বিচার করা উচিত নয়। প্রথম ম্যাচে মূলত রোহিত শর্মা এবং দীনেশ কার্তিকের ব্যাটে ভর করে বড় রান স্কোর বোর্ডে তুলেছিল ভারত কিন্তু দ্বিতীয় ম্যাচের অধিনায়ক রোহিত শর্মা চাইবেন নিজেদের যোগ্যতা অনুযায়ী পারফরম্যান্স করুক। আজ সেন্ট কিটসে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পন্থকে বসিয়ে ঈশান কিষানকে খেলাবার একটা আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত হয়তো তা করবেন না রোহিত শর্মা। প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশনে তিনি ধরে রাখতে চাইবেন এবং সেক্ষেত্রে সূর্যকুমার বা পন্থ, কাউকে ম্যাচে ওপেন করতে হবে।

সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবি বিশ্নই


Reetabrata Deb

সম্পর্কিত খবর