সপ্তমে সুরবদল, কমনওয়েলথে জুডো থেকে ভারতকে রুপো এনে দিলেন সুশীলা, ব্রোঞ্জ বিজয় যাদবের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনেও ভারতের পদক জয় অব্যাহত। তবে প্রথম তিন দিনে পদকের ছিল শুধুমাত্র ভারোত্তোলন থেকে। মীরাবাঈ চানু, হাওড়ার অচিন্ত্য শিউলিরা সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। বাকি সমস্ত পদ গুলিও এনে দিয়েছিলেন ভারত্তোলকরাই। তবে আজ তার ব্যতিক্রম ঘটলো। জুডোয় পুরুষদের ৬০ কেজি ও মহিলাদের ৪৮ কেজি বিভাগ থেকে এবার একটি ব্রোঞ্জ ও একটি রুপো পেলো ভারত।

প্রথমেই বলে নেওয়া যাক ২০২২ কমনওয়েলথ গেমসে ভারতকে অষ্টম পদক এনে দেওয়া বারাণসীর ব্রোঞ্জ পদক জয়ী পুরুষদের ৬০ কেজি বিভাগের জুডোকা বিজয় কুমার যাদবের কথা। অস্ট্রেলিয়ার জশুয়া কার্টজের কাছে তিনি কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে সোনা বা রুপো জয়ের সম্ভাবনা হারিয়ে ফেলেন। ব্রোঞ্জের ম্যাচে নিজের সাইপ্রাসের প্রতিপক্ষ পেট্রোস ক্রিস্টোডৌলিডেসকে ৫৮ সেকেন্ডের মধ্যে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেন তিনি। রূপো জয়ের পর সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে নিজের পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন তিনি। তিনি স্বর্ণপদক আশা করেই কমনওয়েলথ গেমসে অংশ নিতে এসেছিলেন। কিন্তু তিনি জানিয়েছেন যে নিজের দোষেই আজ তাকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

vijay kumar yadav

একইভাবে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগে রৌপ্য পদক জিতে দেশকে সপ্তম পদক এনে দেওয়ার পরও সন্তুষ্ট নন মনিপুর পুলিশের সাব-ইন্সপেক্টর এবং ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসেও রুপোজয়ী সুশীলা লিকমাবাম। স্কটল্যান্ডের প্রতিপক্ষ ওয়াজা আরীর কাছে হেরে সোনা হাতছাড়া করেছেন তিনি। অনুভূতি গেমসে আসার আগে তিনি নিজের ডান পায়ের বুড়ো আঙ্গুলে আঘাত পেয়েছিলেন এবং তিন-চারটি স্টিচ দিতে হয়েছিল। তিনি জানিয়েছেন তা সত্ত্বেও তিনি মানসিকভাবে সমর্থ ছিলেন এবং ফাইনালে পৌঁছানোর জন্য নিজের সবটা দিয়ে চেষ্টা করেছিলেন। তিনি বিশ্বাস করেন তিনি যদি আঘাতপ্রাপ্ত না হতেন তাহলে সোনা নিয়েই ঘরে ফিরতেন।

গ্লাসগোতেও রুপো জিতেছিলেন, এখানেও রুপো জিতেছেন সেই বিষয়ে বলতে গিয়ে সুশীলা জানান যে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত তাই এই ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। আপাতত নিজের পরবর্তী লক্ষ্য হিসেবে এশিয়ান গেমসকেই পাখির চোখ করছেন। সেখানে পদক জয়ের পর তাঁর মূল লক্ষ্য অলিম্পিকের প্রস্তুতি নেওয়া শুরু করবেন তিনি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর