বাংলাহান্ট ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ইতিমধ্যেই ঘোষণা করেছেন আমেরিকার ড্রোন হামলায় নিহত হয়েছে আল কায়দা প্রধান আয়মান আল জওয়াহিরি (Ayman al Zawahiri)। এখন প্রশ্ন উঠে গিয়েছে এরপর কে হবে আল কায়দার (Al Qaeda) পরবর্তী প্রধান? এই প্রশ্নেই শোরগোল আন্তর্জাতিক রাজনীতিতে। আফগানিস্তানের (Afghanistan) কাবুলে (Kabul) নিহত হয়েছে আল কায়দা প্রধান। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে বলেন, ‘৯/১১ -র সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো।’
প্রসঙ্গত, ৯/১১ হামলার ছক তৈরিতে ওসামা বিন লাদেনের সঙ্গে প্রধান সহকারীর ভুমিকায় ছিল এই জওয়াহিরি। সে মারা যাওয়ার পরই এবার প্রশ্ন কে হবে পরবর্তী আল কায়দা প্রধান? বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, সৈফ আল আদেলের নাম উঠে আসছে পরবর্তী শীর্ষ নেতৃত্ব হিসাবে। এই আদিল একটা সময় সেনা আধিকারিক ছিল। এছাড়া সে আল কায়দার পরিচালন কমিটির সদস্যও। ১৯৮০-এর দশকে আদিল সন্ত্রাসবাদী সংগঠন মকতব-আল-খিদমতের সদস্য ছিল। সূত্র মারফত খবর, আদিলের বয়স ৬০ বছর।
জানা যাচ্ছে, সৈফ আল আদিলের বয়স যখন ৩০ বছর তখন সে সোমালিয়ায় কুখ্যাত ব্ল্যাক হক ডাউন অপারেশনে নেতৃত্ব দিয়েছিল। এই ঘটনায় ১৯ জন আমেরিকার সেনা মারা যায়। শুধু তাই নয়, শহীদ হওয়া সেনাদের মৃত দেহগুলিকে রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে যায় সে। এই ঘটনা থেকেই বোঝা যায় এই আদিল কতটা ভয়ংকর।
ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আন্তর্জাতিক রাজনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলো। তবে জানা যাচ্ছে সন্ত্রাসবাদী আদিল বিগত ১৯ বছর ধরে ইরানে থেকে তার সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাচ্ছে।