আমিরের পাশে দাঁড়িয়ে নেটিজেনদের চ‍্যালেঞ্জ মিলিন্দের! পালটা উত্তর, ‘মোদীর পায়ে নাকখত দিলেও…’

বাংলাহান্ট ডেস্ক: ‘লাল সিং চাড্ডা’র (Laal Singh Chaddha) মুক্তির তারিখ যত এগোচ্ছে ততই ক্ষোভ বাড়ছে আমির খানের (Aamir Khan) বিরুদ্ধে। অতীতের প্রতিটি বিতর্কিত মন্তব‍্যের জের এখন পদে পদে অনুভব করছেন তিনি। বড় বাজেটের ছবি, লকডাউনের আগে থেকে টানা কয়েক বছরের পরিশ্রম যাতে মাটি না হয়ে যায় তার জন‍্য মরিয়া আমির। দর্শকদের উদ্দেশে হাতজোড় করে কাতর অনুরোধ করেছেন, দয়া করে ছবি বয়কট করবেন না।

দক্ষিণী ছবির ঢংয়ে প‍্যান ইন্ডিয়া ফিল্ম করতে চেয়েছেন আমির। তাই লাল সিং চাড্ডার সঙ্গে জুড়ে দিয়েছেন দক্ষিণের তারকাদেরও। এখন ডুবলে বলিউড তো ডুববেই, দক্ষিণও ছেড়ে কথা বলবে না। এমন চরম দুশ্চিন্তার সময়ে আমিরের পাশে দাঁড়ালেন মিলিন্দ সোমন (Milind Soman)। কিন্তু তাঁর মন্তব‍্য নেটিজেনদের ক্ষোভ প্রশমিত করার বদলে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

Aamir khan laal
কী এমন বলেছেন মিলিন্দ? টুইটে খুব কম কথায় তিনি লিখেছেন, ‘ট্রোল একটা ভাল ছবিকে কখনোই আটকে রাখতে পারে না।’ নেটনাগরিকদের এক রকম চ‍্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মিলিন্দ। ফলাফলও ভাল হয়নি। নেটিজেনরা পালটা প্রশ্ন করেছেন, মিলিন্দ কি তাদের উসকাচ্ছেন?

একজন লিখেছেন, ‘এটা পেট্রোলের কাছে আগুন নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়। নেটিজেনদের এভাবে ব‍্যঙ্গ করে ভাল করলেন না। আমাদের ভাবাবেগে আঘাত লেগেছে বলিউডের হিন্দু বিরোধী ছবি দেখে।’ আরেকজনের মন্তব‍্য, আমির খান, সঞ্জয় দত্তরা যদি এখন নরেন্দ্র মোদীর পায়ে নাকখতও দেন তবুও হিন্দুরা তাঁদের ছবি দেখবে না পয়সা খরচ করে।

Aamir tweetAamir tweet 2
আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা। তার আগে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় উঠেপড়ে লেগেছেন আমির। সম্প্রতি সংবাদ মাধ‍্যমে তিনি বলেন, “আমার কষ্ট হয়। আমার খারাপ লাগে এটা ভেবে যে, যারা এই ধরনের কথা বলছে তারা মনে মনে ভাবে যে আমি ভারতকে ভালবাসি না। কিন্তু এটা তো সত‍্যি নয়। এটা সত‍্যিই দুর্ভাগ‍্যজনক যে কিছু মানুষের চিন্তাধারা এমন। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। আমার ছবি দেখুন।”


Niranjana Nag

সম্পর্কিত খবর