বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (IB) স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লি পুলিশকে সতর্কতা জারি করেছে। আইবি রিপোর্ট অনুযায়ী, 15 আগস্টের মধ্যে জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনগুলি বড়সড় হামলা চালানোর প্রক্রিয়ায় রয়েছে। আইবি দিল্লি পুলিশকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
আইবি তার 10-পৃষ্ঠার রিপোর্টে লস্কর, জইশ ছাড়াও উগ্রবাদী সংগঠনগুলি দ্বারা হুমকির বর্ণনা দিয়েছে। প্রতিবেদনে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হামলার কথাও উল্লেখ করা হয়েছে। দিল্লি পুলিশকে দেওয়া নির্দেশে বলা হয়েছে, 15 আগস্ট অনুষ্ঠানস্থলে প্রবেশের নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। উদয়পুর এবং অমরাবতীর সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে আইবি নির্দেশ দিয়েছে যে কট্টরপন্থী গোষ্ঠী এবং জনবহুল জায়গায় তাদের কার্যকলাপের উপর কঠোর নজরদারি রাখা উচিত।
উল্লেখ্য, বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার পয়গম্বরকে নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে বিভিন্ন ইসলামিক সংগঠন প্রতিক্রিয়া দিয়েছে। এমনকি গোটা ইসলামিক বিশ্ব সেই মন্তব্যের নিন্দা করেছিল। এছাড়াও গোটা ভারতে সেই মন্তব্যের প্রতিবাদে হিংসাত্মক বিক্ষোভ প্রদর্শন হয়।
এছাড়াও রাজস্থানের উদয়পুর ও মহারাষ্ট্রের অমরাবতীতে নূপুর শর্মার সমর্থন করা দুই ব্যক্তিকে নৃশংস ভাবে হত্যা করা হয়। এরপর থেকে দেশের গোয়েন্দারা সতর্ক রয়েছে। আর এরই মধ্যে স্বাধীনতা দিবসের দিনে সন্ত্রাসী হানার আশঙ্কা এবং সতর্কবার্তা জারি করা হয়েছে।