গানের জগতের ঈশ্বরের সঙ্গে দেখা করতে পায়ে হেঁটে ২২০ কিমি পাড়ি! অরিজিৎ ভক্ত বললেন, জীবন সার্থক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রিয় তারকার জন‍্য সবকিছু করতে রাজি ভক্তরা (Fan)। কেউ কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে বহুমূল‍্য উপহার কেনেন, কেউ যন্ত্রণা সহ‍্য করেও নিজের শরীরে খোদাই করেন পছন্দের তারকার নাম। এমনকি প্রিয় তারকাকে দেখতে দিনের পর দিন পায়ে হেঁটে লম্বা রাস্তা পর্যন্ত অতিক্রম করতে দুবার ভাবেন না। এমনি এক একনিষ্ঠ ভক্ত টানা সাত দিন হেঁটে পাড়ি দিলেন ২২০ কিমি। উদ্দেশ‍্য, আরাধ‍্য অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সঙ্গে সাক্ষাৎ।

আসমুদ্রহিমাচলকে নিজের সুরের জাদুতে আচ্ছন্ন করে ফেলেছেন অরিজিৎ। তিনি শুধু বাঙালির গর্ব নয়, গোটা দেশের গৌরব। তাঁর কণ্ঠ যতটা মধুর, মনও ততটাই উদার। পেশাগত সাফল‍্যেয দিক দিয়ে আকাশের চাঁদ হয়েও তিনি মাটির কাছাকাছি থাকেন। ভক্তদের জন‍্য তাঁর অবারিত দ্বার। এমন মানুষকে কি না ভালবেসে থাকা যায়?


অরিজিতের ভক্ত অগুন্তি। তাদের মধ‍্যেই একজন দীপ কুমার, যিনি অরিজিৎকে একবার সামনে থেকে দেখবেন বলে মধ‍্যমগ্রাম থেকে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। মোট রাস্তা ২২০ কিমি। এই পুরো রাস্তাটাই তিনি পার করেছেন পায়ে হেঁটে। সময় লেগেছে সাত দিন। তাঁর সঙ্গে ছিল একটি হাতে লেখা প্ল‍্যাকার্ড। তাতে লেখা ছিল, ‘পদযাত্রা, এয়ারপোর্ট থেকে অরিজিৎ সিং এর বাড়ি জিয়াগঞ্জ।’

জানা যাচ্ছে, গঙ্গানগর এয়ারপোর্ট সংলগ্ন এলাকার বাসিন্দা দীপ কুমার। ২৭ বছর বয়সী এই যুবক পেশায় একজন খেলনা বিক্রেতা। অরিজিৎ সিংয়ের পাগল ভক্ত তিনি। তাঁকে নিজের গুরু বলে মানেন দীপ। বিখ‍্যাত গায়কের সঙ্গে একবার অন্তত দেখা করার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণ করতে গত ২৬ জুলাই পথে নামেন দীপ কুমার।

সাত দিন ধরে পায়ে হেঁটে তিনি পৌঁছান জিয়াগঞ্জে। তাঁর কাণ্ড সম্পর্কে জানতে পেরেই জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি বিশ্বজিৎ ঘোষাল থানায় নিয়ে যান তাঁকে। খবর পেয়ে আসেন অরিজিৎ নিজেও। থানাতেই বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি ভক্তের সঙ্গে। উছ্বসিত দীপ কুমারের বক্তব‍্য, গানের জগতের ঈশ্বরের সঙ্গে তাঁর দেখা হয়েছে। তাঁর জীবন সার্থক।

X