পর্দার খলনায়ক বাস্তবেও একই রকম! অনুশ্রীর জীবনে ঝড় তুলে জয়শ্রীকে দ্বিতীয় বিয়ে করেন ভরত

বাংলাহান্ট ডেস্ক: অনুশ্রী দাস (Anushree Das), বড়পর্দা এবং ছোটপর্দার অত‍্যন্ত পরিচিত মুখ। বিগত এক দশক ধরে যিনি বাংলার দর্শকদের মনোরঞ্জন করে আসছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করেন তিনি। ইতিবাচক এবং নেতিবাচক উভয় চরিত্রেই তাঁর জুড়ি মেলা ভার।

অভিনয়ে অনুশ্রী ডেবিউ করেন বড়পর্দা দিয়ে। ১৯৯১ সালে পরিচালক ভবেশ কুণ্ডুর ছবি ‘বউরানী’র মাধ‍্যমে প্রথম পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। জুটি বেঁধেছিলেন আরেক অভিজ্ঞ অভিনেতা ভাস্কর চট্টোপাধ‍্যায়ের সঙ্গে। তাঁদের জুটি সে সময়ের একাধিক ছবিতে জনপ্রিয়তা পেয়েছিল।

Anushree
কেরিয়ার শুরু করার খুব কম দিনের মধ‍্যেই ঝুলিতে একাধিক হিট সিনেমা ভরে ফেলেছিলেন অনুশ্রী। দর্শকদের অন‍্যতম প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু পেশাগত জীবনে যত দ্রুত তিনি উপরে উঠছিলেন, ব‍্যক্তিগত জীবনে ততটাই ঝড় চলছিল অনুশ্রীর। আর সেই ঝড়ের নেপথ‍্যে ছিলেন অভিনেতা ভরত কল (Bharat Kaul)।

একসঙ্গে কাজ করার সুবাদে বন্ধুত্ব হয় ভরত অনুশ্রীর। বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। কিন্তু অনুশ্রী সম্ভবত ভাবতে পারেননি পর্দার খলনায়ক বাস্তব জীবনেও সংসারে খলনায়ক হয়ে উঠবেন। বিয়েটা টেকেনি ভরত ও অনুশ্রীর।

শোনা যায়, অনুশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন ভরত। শেষমেষ অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ‍্যায়ের সঙ্গে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন ভরত। এক মেয়ে আর্যাকে নিয়ে এখন সুখের সংসার তাঁদের। ভরতের প্রাক্তন ও বর্তমান দুই স্ত্রীই এখন ‘খড়কুটো’ সিরিয়ালে একত্রে অভিনয় করছেন।

Anushree 1
অনুশ্রী বলেন, ব‍্যক্তিগত জীবনে যে সমস‍্যা সেটাকে ওই গণ্ডিতেই আটকে রেখেছেন তাঁরা। পেশাগত জীবনে কোনো প্রভাব পড়তে দেননি। তাই একসঙ্গে কাজ করতে কোনো সমস‍্যা হয় না তাঁদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর