কমনওয়েলথে হাফ সেঞ্চুরি ভারতের, ট্রিপল জাম্পে সোনা এলডসের, বক্সিংয়ে সোনা নিখাত জারিনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কমনওয়েলথে দাপট অব্যাহত ভারতীয় ক্রীড়াবিদদের। লং জাম্প, হাই জাম্পের পর এবার ট্রিপল জাম্পে পদক পেল ভারত। এবার ব্রোঞ্জ নয়, একই ইভেন্ট থেকে স্বর্ণ এবং রৌপ্য পদক লাভ আনলেন ভারতীয় ক্রীড়াবিদ এলডস পল এবং আবদুল্লাহ আবুবকর। রবিবার দুপুরে এই খুশির খবর জানতে পারে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

চলতি কমনওয়েলথ গেমসে প্রথমবার পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্টে যথাক্রমে স্বর্ণ এবং রৌপ্য পদক জিতে ডাবল পডিয়াম ফিনিশ করে ইতিহাস রচনা করেছেন এই দুই ট্রিপল জাম্পার। এর পাশাপাশি আরও একটি রেকর্ডও তৈরি হয়েছে। ২৫ বছর বয়সী এলডস, কমনওয়েলথ গেমসে ট্রিপল জাম্পে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন। তাছাড়াও আজ ভারতের পক্ষ থেকে ট্রিপল জাম্পের পোডিয়ামে ৩ জনকে দেখার সুযোগ হতে পারতো, কিন্তু <span;>বারমুডার জাহ-নহাই পেরিনচিফের কাছে .০৩ ব্যবধানে হেরে ব্রোঞ্জ জেতার সুযোগ হারান ভারতের প্রবীণ চিত্রাভেল।

এরপর রবিবার চলতি কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের হয়ে তৃতীয় স্বর্ণপদক জেতেন নিখাত জারিন। আজ তৃতীয় ভারতীয় মুষ্টিযোদ্ধা হিসাবে নিতু ঘাংহাস এবং অমিত পাংহালের সাথে তিনি যোগ দিলেন স্বর্ণপদক জয়ীদের তালিকায়। নিখাত এই মুহূর্তে বক্সিংয়ে নিজের ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি ফাইনালটি জিততে বেশি সময় নেননি। উত্তর আয়ারল্যান্ডের কার্লি এমসি নাউলকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন তিনি। এর আগে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের প্রতিপক্ষ হেলেন জোন্সকে হারিয়ে সেমিতে পৌঁছেছিলেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের সাভানা স্টুবলিকে তার ঘরের আঙিনায় পর্যদুস্ত করেন নিখাত।

GridArt 20220807 221214667

নিখাতের এই পদক জয় ছিল ভারতের ১৭ তম স্বর্ণপদক এবং চলতি কমনওয়েলথ গেমসের ৪৮ তম সামগ্রিক পদক। এরপর অবশ্য শরথ কমল এবং সত্যেনের জুটি ভারতকে পুরুষদের টেবিল টেনিস থেকে রৌপ্য পদক এনে দিয়ে পদক সংখ্যা ৪৯-এ পৌঁছে দেন। তার আগে ভারতের প্রথম মহিলা জ্যাভলিন থ্রোয়ার হিসাবে কমনওয়েলথ থেকে পদক এনে দেশের মুখ উজ্জ্বল করেন উত্তর প্রদেশের অন্নু রাণী। মহিলাদের রেস ওয়াকে পদক এসেছিল কাল। এবার পুরুষদের রেস ওয়াক থেকেও ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন সন্দীপ কুমার। ভারত যে চলতি কমনওয়েলথ থেকে ৫০-এর বেশি পদক নিয়ে ফিরবে তা একপ্রকার নিশ্চিত।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর