এবার বিনা টিকেটেই সফর করতে পারবেন ট্রেনে, জেনে নিন ভারতীয় রেলের এই নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে পরিবহণের মাধ্যম হিসেবে ট্রেনের (Train) জুড়ি মেলা ভার। নিত্যদিনের কর্মক্ষেত্রে যাতায়াতের পাশাপাশি দূর ভ্রমণের ক্ষেত্রেও গন্তব্যে পৌঁছনোর জন্য আমরা রেলপথকেই বেছে নিই। আর সেই কারণেই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনের সাহায্যে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমতাবস্থায়, ট্রেনে চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট টিকিটের প্রয়োজন হয় যাত্রীদের। শুধু তাই নয়, বিনা টিকিটে ভ্রমণ করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়। পাশাপাশি, থাকে জরিমানার ব্যবস্থাও। কিন্তু, এবার রেল কর্তৃপক্ষ বড়সড় পরিবর্তন আনছে নিয়মে।

মূলত, অনেকসময়ে ট্রেন “মিস” হয়ে যাওয়ার ভয়ে তাড়াহুড়ো করে টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েন বহু যাত্রী। এমতাবস্থায়, নতুন এই নিয়মে বড় সুবিধা পাবেন যাত্রীরা। তবে, এর জন্য কিছু শর্ত রয়েছে যা অবশ্যই পূরণ করতে হবে সংশ্লিষ্ট যাত্রীদের। জানা গিয়েছে, ট্রেনে যাত্রা করার আগে যাত্রীদের অবশ্যই একটি প্ল্যাটফর্ম টিকিট কিনতে হবে। আর ওই টিকিটের মাধ্যমেই রেল কর্তৃপক্ষ জানতে পারবে যে, ওই যাত্রী ঠিক কোন স্টেশন থেকে যাত্রা শুরু করেছেন। পাশাপাশি, এর ফলে টিটিই-রও টিকিট তৈরিতে কোনো সমস্যা হবে না।

মানতে হবে এই শর্তগুলি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আপনি যদি কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে কর্তব্যরত টিটিই-কে সমস্ত কিছু বিশদে জানাতে হবে। এরপরে, আপনি আপনার গন্তব্যের জন্য একটি টিকিট নিয়ে নিন। যদিও, মাথায় রাখতে হবে যে, এই প্রক্রিয়ার পর ট্রেনে যদি আসন অবশিষ্ট না থাকে, সেক্ষেত্রে আপনি সংরক্ষিত আসন পাবেন না।

তবে, আপনার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে কেউ বাধাও দিতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে, যদি আপনার রিজার্ভেশন টিকিট না থাকে, সেক্ষেত্রে টিকিটের মূল্য ছাড়াও আপনাকে অতিরিক্ত ২৫০ টাকা জরিমানা বাবদ দিতে হবে। এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করার পরে, আপনি ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ছাড়পত্র পাবেন।

TRAIN 2 2

জেনে নিন আরও একটি বিষয়: মাঝে মাঝে অনেকে এমন পরিস্থিতির সম্মুখীন হন যখন ট্রেনে টিকিট কেটে নেওয়ার পরেও ট্রেনটি ধরা যায়না। এমন পরিস্থিতিতে, জানিয়ে দিই যে, ট্রেনটি দাঁড়াবে এমন দু’টি স্টেশন পর্যন্ত আপনার আসন বিক্রি করতে পারবেন না টিটিই। যদিও, তারপরে আপনার আসনটি যে কাউকে দেওয়া যেতে পারে। তবে, এমতাবস্থায় কোনো টিটিই যদি দু’টি স্টেশন আসার পূর্বেই আপনার সংরক্ষিত আসনটি কাউকে দিয়ে দেন সেক্ষেত্রে আপনি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর