দোষ প্রমাণ হতেই আদালত ছেড়ে পালিয়েছিলেন, অবশেষে এক বছরের জেল যোগীর মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে ঠিক ৩১ বছর আগে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এত বছর পর এসে গতকাল শেষ পর্যন্ত আদালতে দোষী সাব্যস্ত হন উত্তর প্রদেশের (Uttar Pradesh) বিজেপি (BJP) মন্ত্রী রাকেশ সচন (Rakesh Sachan)। সেই মুহূর্তে আবার আদালত থেকে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। তবে এদিন সে সকল অভিযোগ উড়িয়ে দিয়ে মিডিয়ার বিরুদ্ধেই পাল্টা তোপ দেখে বসলেন যোগী সরকারের এই মন্ত্রী। যদিও আদালতের তরফ থেকে এই বিষয়ে তদন্ত করার বিষয় নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বেআইনি অস্ত্র রাখার অপরাধে এক বছরের সাজা ঘোষণা করেছে কানপুর আদালত।

উল্লেখ্য, গতকাল কানপুর আদালতের বিচারপতি দ্বারা বিজেপি মন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়। তবে পরবর্তীতে সাজা ঘোষণা হওয়ার আগেই আদালত ছেড়ে পালিয়ে যান রাকেশ। পরবর্তীতে এ বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত দায়ের করা হয় বলে খবর। তবে এর মাঝে এদিন বেলা গড়াতে পুনরায় একবার আদালতে উপস্থিত হন রাকেশ সচন। গতকাল আদালত থেকে পালানোর বিষয়ে তিনি জানান, “আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠে চলেছে, তা ভিত্তিহীন। আমার একাধিক কাজ ছিল। একটি অনুষ্ঠানে উপস্থিত পর্যন্ত থাকতে হতো। সেই কারণেই আদালত থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই। তবে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠে চলেছে, তা সম্পূর্ণ ভুয়ো। জীবনে কখনো কোন জায়গা থেকে পালাইনি আর পালাবো না।”

এদিনও সেই বক্তব্যে অনড় থেকে তিনি জানান, “মিডিয়ার তরফ থেকে আমার নামে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। আজ আমি কোনো রকম নোটিশ ছাড়া নিজের ইচ্ছাতেই আদালতে এসেছি। তারা যে রায় দেবে, তা মেনে নেব।”

Rakesh sachan

প্রসঙ্গত, এদিন বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে এক বছর জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে কুড়ি হাজার টাকা জরিমানার বিনিময়ে জামিনও পেয়ে যান তিনি। একইসঙ্গে কানপুর আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার বিষয়েও এদিন মত প্রকাশ করেন বিজেপি মন্ত্রী।


Sayan Das

সম্পর্কিত খবর