বাংলা হান্ট নিউজ ডেস্ক: বার্মিংহ্যামে সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারতের শেষ পদক হিসাবে সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির ভারতীয় ডাবলস ব্যাডমিন্টন জুটি ভারতকে আরও একটি স্বর্ণপদক উপহার দিলো। ভারতের শাটলাররা কমনওয়েলথ গেমসের শেষদিনে পুরুষদের ডাবলস ফাইনালে ইংল্যান্ডের জুটি বেন লেন এবং শন ভেন্ডিকে স্ট্রেট সেটে ২১-১৫, ২১-১৩ ফলে পরাজিত করে ভারতকে ২২ তম স্বর্ণপদক এবং চলতি কমনওয়েলথ গেমসের শেষ পদকটি এনে দেয়।
চলতি কমনওয়েলথ গেমসে ৬১টি পদক নিয়ে অভিযান শেষ করেছে ভারত। এর মধ্যে শামিল রয়েছে ২২টি সোনা, ১৬টি রূপো এবং ২৩টি ব্রোঞ্জ পদক। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং কানাডার পরে চতুর্থ সর্বোচ্চ পদক জয়ী হিসেবে অভিযান শেষ করেছে ভারত। শুটিং, কাবাডি, আর্চারি ইত্যাদি খেলাগুলি বাদ পড়ার পরও ভারতের ভারতের ৬০-এর গণ্ডি পেরোনো একটি সুখবরই বলা যায়।
Shooting was biggest contributor for India’s 2018 CWG medal tally. Shooting is not there in 2022
Gold Silver Bronze Total
2018 26 20 20 66
Shooting 7 4 5 16
2022 22 16 23 61— Saikiran Pulavarthi (@P_Sai_Kiran) August 8, 2022
ভারত আজ কমনওয়েলথ গেমসের ১১তম এবং শেষ দিনে ৬ টি পদক জিতেছে তার মধ্যে শামিল ছিল ৪ টি স্বর্ণপদক। ব্যাডমিন্টনে পুরুষ এবং মহিলাদের সিঙ্গলসে লক্ষ্য সেন এবং পিভি সিন্ধু সোনা পেয়েছেন। ব্যাডমিন্টনেই চিরাগ এবং সাত্ত্বিক পুরুষদের ডাবলসে সোনা পেয়েছেন। ভারতীয় হকি দল ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিক্রি হবে পর্যদুস্ত হলো রুপো নিশ্চিত ছিল। এরপর টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসে ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্যাডলার শরৎ কমল স্বর্ণপদক এবং সত্যেন ব্রোঞ্জ পদক জয় করেছেন।
ভারতের গত তিন ও চলতি কমনওয়েলথ পদকের তুলনামূলক পরিসংখ্যান:
• ২০১০ সাল: মোট পদক- ১০১, সোনা- ৩৮ র্যাঙ্কিং- ২
• ২০১৪ সাল: মোট পদক- ৬৪, সোনা- ১৫, র্যাঙ্কিং- ৫
• ২০১৮ সাল: মোট পদক- ৬৬, সোনা- ২৬, র্যাঙ্কিং- ৩
• ২০২২ সাল: মোট পদক- ৬১, সোনা- ২২, র্যাঙ্কিং- ৪