টলিউডের রাজনীতি! ‘জঘন‍্য হলেও বাংলা সিনেমাই দেখুন’ বলে ব‍্যঙ্গের ফল, নিজের ছবির জন‍্য হল পাচ্ছেন না তথাগত

বাংলাহান্ট ডেস্ক: বাংলা ছবির পাশে দাঁড়ান, টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিকে বাঁচান। ট্রেন্ড শুরু হয়েছিল কয়েক মাস আগে। প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা নানান কসরত করে প্রচার করছিলেন ছবির। রেষারেষি ভুলে মুখে হাসি রেখে চরম প্রতিদ্বন্দ্বীর ছবিরও প্রচার করছিলেন‌। ট্রেন্ডটাকেই ব‍্যঙ্গ করেছিলেন পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ‍্যায় (Tathagata Mukherjee)।

খারাপ লাগলে, অতীব জঘন‍্য লাগলেও বাংলা ছবির পাশে দাঁড়ান, বসুন, শুয়ে পড়ুন, এই সুরেই কটাক্ষ করেছিলেন তথাগত। সেই সঙ্গে দাবি করেছিলেন, দর্শকদের ভাল লাগলে এমনিই তাঁরা দেখবেন। এতবার না বললেও চলবে। এখন যখন তাঁর নিজের ছবি মুক্তি পেতে চলেছে, তখন নিজেই হল পাচ্ছেন না তথাগত।

Bhotbhoti
এই প্রথম বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তথাগত পরিচালিত ছবি ‘ভটভটি’। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে ভটভটি। প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছে হিন্দির ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষাবন্ধন’ এবং বাংলায় ‘ব‍্যোমকেশ হত‍্যামঞ্চ’ ও ‘ধর্মযুদ্ধ’। অন‍্য দুটি বাংলা ছবির প্রি বুকিং শুরুও হয়ে গিয়েছে। ভটভটির কী হাল?

প্রি বুকিং দূরের কথা, পর্যাপ্ত হলই পায়নি তথাগতর ছবি। সোশ‍্যাল মিডিয়ায় হতাশা, ক্ষোভ উগরে দিয়ে পরিচালক লিখেছেন, ‘এডভান্স বুকিং শুরু হয়ে গেছে সবকটা সিনেমার। এখনো অবধি কলকাতায়  ভটভটি  পেয়েছে মাত্র ৯ টা হল, এবং ১ টা করে শো।ভটভটি শো এর অভাবে ধুঁকছে। আপনারা যারা ভটভটি দেখার অপেক্ষা করছিলেন জানি না তারা কিভাবে ভটভটি দেখবেন, কারন অজানা কারনে হল মালিকরা ভটভটির শো দিচ্ছেন না অথবা শেষ মূহুর্তে ১টা করে শো দিচ্ছেন।’

টলিউডের প্রতি তথাগতর কটাক্ষ, ‘প্রমানিত বাংলা সিনেমা গুনগত মানের বিচারে, দর্শকদের চাহিদার ওপর নির্ভর করে কলকাতার হলে শো পায় না। কাল আরো বেশি করে বোঝা যাবে কিসের ওপর কলকাতার হলে শো পাওয়া নির্ধারন হয়!!! ক্ষমতার জোরে যারা বাংলা সিনেমাকে বারবার হারিয়ে দেয় তারা এবার পাছার কাপড় সামলাক।’

Tathagata 3
সংবাদ মাধ‍্যমকে তথাগত জানান, তাঁকে সব শো টাইম দুপুরে দেওয়া হয়েছে। সোশ‍্যাল মিডিয়াতে পর্যন্ত ছবির প্রচার করতে গেলে পোস্ট ব্লক করে দেওয়া হচ্ছে। ইন্ডাস্ট্রির রাজনীতি প্রত‍্যক্ষ করে হতভম্ব তথাগত। দেরি করে প্রেক্ষাগৃহের তালিকা দিলে দর্শকরা না জেনে যেতে পারবেন না। ফলতঃ ছবিও উঠে যাবে কয়েকদিনেই।

দিন কয়েক আগেই ‘শ্রীমতি’ও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। ক্ষুব্ধ তথাগতর দাবি, দরকার হলে হিন্দি বা অন‍্য ভাষায় ছবি বানাবেন। বাংলাতে বানালে OTT প্ল‍্যাটফর্মে মুক্তি দেবেন‌। কিন্তু টলিউডের জন‍্য বড়পর্দার ছবি আর বানাবেন না তথাগত।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর