বাংলাহান্ট ডেস্ক : লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে পেট্রোপণ্যের দাম। আর পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জেরে রীতিমতো চোখে সর্ষেফুল দেখতে শুরু করেছেন আমজনতা। এই পরিস্থিতিতে দেশবাসীর জন্য এলো এক সুখবর। 20% ইথানল-মিশ্রিত পেট্রোল সরবরাহের ফলে বছরে বেশ খানিকটা অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে।
যেহেতু ভারত তেল আমদানির ক্ষেত্রে বিদেশের উপর নির্ভরতা কমানোর পাশাপাশি পরিবেশ দূষণের দিকগুলিকে মোকাবেলা করতে চাইছে, সেহেতু আগামী বছরের এপ্রিল থেকে নির্বাচিত পেট্রোল পাম্পগুলিতে 20 শতাংশ ইথানল মিশ্রণের সাথে পেট্রোল সরবরাহ শুরু করা হবে। এরপর ধীরে ধীরে সরকার সরবরাহ বাড়াবে।
নির্ধারিত সময়ের আগে 10% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা অর্জন করার পরে, দেশ এখন 2025 সাল নাগাদ অর্থাৎ পাঁচ বছরের মধ্যে পেট্রোলের সাথে 20% ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। দেশের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরি বলেছেন যে, “পেট্রোলের এক পঞ্চমাংশ তৈরি করা হবে ইথানলের মাধ্যমে। E20 পেট্রোল অর্থাৎ 20% ইথানলের – সাথে মিশ্রিত পেট্রোল কিছু পেট্রোল পাম্পে 2023 সালের এপ্রিল থেকে পাওয়া যাবে এবং বাকিগুলিতে 2025 সালের মধ্যেই মিলবে।”
সম্প্রতি বিশ্ব জৈব জ্বালানি দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হরিয়ানার পানিপথে ইথানল প্ল্যান্ট উদ্বোধন করেছেন। দেশে জৈব জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়ানোর জন্য সরকার কয়েক বছর ধরে এই প্ল্যান্ট স্থাপনের পদক্ষেপ গ্রহণ করেছে। এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) দ্বারা ₹900 কোটির বেশি ব্যয়ে তৈরি করা হয়েছে এবং বছরে প্রায় দুই লাখ টন চালের খড়কে প্রায় 3 কোটি লিটার ইথানলে রূপান্তর করার ক্ষমতা রয়েছে এই প্ল্যান্টের।