বাংলাহান্ট ডেস্ক: গত কয়েক মাসে প্রতিনিয়ত আত্মহত্যার খবরে যেন সিঁটিয়ে রয়েছে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রি। তার মধ্যে অভিনেতা শৈবাল ভট্টাচার্যের (Saibal Bhattacharya) খবরটা বিষ্ফোরণই ঘটিয়েছিল বলা চলে। হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে, আত্মহত্যার চেষ্টা করেছেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা শৈবাল ভট্টাচার্য।
একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তাঁকে মদ্যপ অবস্থায় রক্তাক্ত শরীরে দেখা গিয়েছিল। নিজের স্ত্রী এবং শাশুড়ির নাম উল্লেখ করেছিলেন তিনি ভিডিওতে। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেতা?
অবশেষে বিষয়টা নিয়ে মুখ খুললেন তিনি। টলিউড ফোকাসকে দেওয়া সাক্ষাৎকারে শৈবাল ভট্টাচার্য জানান, তিনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তিনি আত্মহত্যার কোনো চেষ্টাই করেননি। তাঁর কোনো মানসিক অবসাদও নেই। মনে কষ্ট, দুশ্চিন্তা কমবেশি সবারই থাকে। তাঁরও রয়েছে। কিন্তু তিনি অবসাদগ্রস্ত আগেও ছিলেন না আর এখনো নয়।
সেদিনের ঘটনা বলতে গিয়ে অভিনেতা স্পষ্টই জানান, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি। যদি তেমনি কোনো উদ্দেশ্য তাঁর থাকত, তবে এত হাঙ্গামা করতেনই না। অভিনেতা আরো জানান, আগে তিনি মদ্যপান করতেন। তারপর ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সেদিন জোর করেই মদ্যপান করেছিলেন। বহুদিনের জমে থাকা ক্ষোভ, কষ্টের বিষ্ফোরণ হয়েছিল সেদিন?
কিন্তু এমনটা করতে গেলেন কেন তিনি? শৈবাল ভট্টাচার্য জানান, এক প্রতারকের পাল্লায় পড়েছিলেন তিনি। গত পাঁচ মাস ধরে এক ব্যক্তি অভিনেতার কসবার ফ্ল্যাট বিক্রি করার জন্য কথা দিয়ে ঘুরিয়ে গিয়েছে। ওই টাকাটার প্রয়োজন হয়ে পড়েছিল অভিনেতার। তাই ফ্ল্যাটটি বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু মিথ্যে বলে বলে পাঁচ মাস ধরে ঘুরিয়ে গিয়েছেন ওই ব্যক্তি।
শেষমেষ সেদিন ধ্যৈর্যের বাঁধ ভাঙে শৈবাল ভট্টাচার্যের। তিনি জানান, এখন তিনি কার্যত সর্বস্বান্ত। ব্যাঙ্কে ১০০ টাকা পড়ে রয়েছে। ক্ষোভের থেকেই নিজেকে আঘাত করেছিলেন বলে জানান অভিনেতা। প্রতিবেশীদের ভুয়ো দাবির বিরুদ্ধেও কটাক্ষ করেন তিনি।
শৈবাল ভট্টাচার্য এও জানান, তাঁর কাছে কাজ নেই এমনটা নয়। বরং ফ্ল্যাট বিক্রির সমস্যা স্ত্রী একা সামলাতে পারবেন না বলেই কাজ ছেড়ে দিয়েছিলেন তিনি। স্ত্রী সবসময় তাঁর সঙ্গে রয়েছেন বলে জানান শৈবাল ভট্টাচার্য।